থামে বাংলাদেশের ইনিংস। এই পরিস্থিতি থেকে ম্যাচ জয় রূপকথার মতোই। সেখান থেকে এভাবে ম্যাচ জয় তো রূপকথার মতোই। প্রথম ইনিংসে এত কম রানে ৬ উইকেট হারিয়েও জয় টেস্ট ক্রিকেটে দেখা গেল ১৩৭ বছর পর! সেই ১৮৮৭ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম ইনিংসে ১৭ রানে ৬ উইকেট হারিয়ে ও পরে ৪৫ রানে অলআউট হয়েও শেষ পর্যন্ত ১৩ রানে ম্যাচ জিতেছিল ইংল্যান্ড। এবার বাংলাদেশও এই রেকর্ডে তাদের সঙ্গী হলো। ১২ রানের লিড পেলেও বাংলাদেশি বোলারদের তোপের মুখে দ্বিতীয় ইনিংসেও সুবিধা করতে পারেননি পাকিস্তানি ব্যাটাররা। স্বাগতিকরা ১৭২ রানে গুটিয়ে দেয় টাইগাররা। বাংলাদেশের হয়ে পেসার হাসান মাহমুদ নেন ৫ উইকেট, নাহিদ রানা ৪ উইকেট। বাকি উইকেটটি নেন তাসকিন আহমেদ। এবারই প্রথম টেস্টের কোনো ইনিংসে বাংলাদেশের পেসাররা মিলে ১০ উইকেট নেন।
Leave a Reply