আব্দুল মালেক, বানিয়াচং থেকে ॥ বানিয়াচয়ে ছিলাপাঞ্জা মোড়ে রুপা আমনের ধানের চারার জমজমাট হাট বসেছে। উপজেলা ছাড়াও পাশ্ববর্তী উপজেলা থেকে কৃষকরা আসছেন ধানের চারা ক্রয় করতে। সকাল ৭টা থেকে শুরু হয়ে রাত ৯/১০টা পর্যন্ত বিক্রি হতে থাকে ধানের চারা।
ফলে ঝিমিয়ে পড়া ছিলাপাঞ্জা মোড় আবারও সরগরম হয়ে উঠেছে। গতকাল সোমবার বিকালে সরজমিনে গিয়ে ব্যবসায়ী ও আগত কৃষকদের সাথে কথা বলে এসব তথ্য জানা যায়।
ব্যবসায়ী সিজিল মিয়া জানান, ব্রি-ধান ২২ ও ব্রি-ধান ৪৯ এর চারার চাহিদা বেশি। আমরা উজান থেকে নিজে চারা রোপণ করে বিক্রি করছি। এজন্য চারার চাহিদাও বেশি। কৃষক মস্তোফা মিয়া জানান, আমি প্রতি বছর ছিলাপাঞ্জা মোড় থেকে ধানের চারা ক্রয় করে রোপণ করি। ফলনও বেশ ভালো হয়।
সরজমিনে গিয়ে দেখা যায়, প্রায় ৫০/৬০ জন ব্যবসায়ী বিভিন্ন জাতের রুপা আমনের ধানের চারা বিক্রি করছেন। কৃষকও হবে শতাধিক। এ যেন এক অন্য রকম হাট। এ বছর বন্যার পানিতে এতদ অঞ্চলের বীজতলা তলিয়ে যাওয়াতে কৃষকরা বেশ ক্ষতিগ্র¯’ হয়েছেন। উজান থেকে আসা ধানের চারার প্রতিই কৃষককূলের ভরসা।
Leave a Reply