স্টাফ রিপোর্টার ॥ বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও সৌদি আরব বি.এন.পির সভাপতি আহমেদ আলী মুকিব এর স্বদেশ আগমন উপলক্ষে দোয়া মাহফিল করেছে হবিগঞ্জ জেলা বিএনপি ও অঙ্গ সংগঠন। গতকাল দুপুরে হবিগঞ্জ পৌরসভা মাঠে আয়োজিত দোয়া মাহফিলে সভাপত্বিত করেন হবিগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক কামাল উদ্দিন সেলিম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক জিকে গউছ। বক্তব্য রাখেন সৌদি আরব জেদ্দা মহানগর বিএনপির সভাপতি কেফায়েত উল্লা, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক জিল্লুর রহমান, জেলা সেচ্ছাসেবক দলের সভাপতি সৈয়দ মুশফিক আহমেদ, জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক রুবেল আহমেদ চৌধুরী। দীর্ঘ ১৪ বছর পর সৌদি আরব প্রবাসী নেতা আহমেদ আলী মুকিব দেশে ফিরে নিজ জেলা হবিগঞ্জে আসলো নেতাকর্মীরা তাকে বিপুল সংবর্ধনা প্রদান করে। এসময় বেগম খালেদা জিয়ার সুস্থতা ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত শহীদদের আত্নার মাগফিরাত কামনা করেন।
Leave a Reply