জুবায়ের আহমেদ, বাহুবল ॥ বাহুবলে পানিতে ডুবে আরিফা নামে এক শিশুর মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে গতকাল রবিবার ২২ সেপ্টেম্বর দুপুর সাড়ে ১২ টার দিকে উপজেলার সাতকাপন ইউনিয়নের নোয়াগাঁও গ্রামে। স্থানীয় সূত্রে জানা যায়, বাহুবল উপজেলার ৩নং সাতকাপন ইউনিয়নের চলিতাতলা নোয়াগাঁও গ্রামের কবির মিয়ার শিশু কন্যা মোছাঃ আরিফা আক্তার(৫) দুপুর ১২ টার দিকে বাড়ির উঠানে খেলাধুলা করছিলো। একপর্যায়ে আরিফা সকলের অগোচরে বাড়ির সামনে একটি ডুবাতে পড়ে যায়। পরিবারের লোকজন তাকে অনেক খোজাখুজির পর দুপুর সাড়ে ১২টার দিকে বাড়ির সামনে ডুবাতে ভাসমান অবস্থায় দেখতে পান। এমতাবস্থায় মোছাঃ আরিফা আক্তারকে উদ্ধার করে বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
Leave a Reply