স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরে মোবাইল চুরির ঘটনা নিয়ে শায়েস্তানগর ও মোহনপুর এলাকাবাসীর মাঝে সংঘর্ষ হয়েছে। গতকাল রবিবার সন্ধ্যা সাড়ে ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত তেমুনিয়া এলাকায় মুন হাসপাতালের সামনে সংঘর্ষ চলে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পরিস্থিতি সামাল দিতে যায়নি। তবে সেনাবাহিনীর একটি বিশেষ দল ঘটনাস্থলে পৌঁছলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। এ সময় ওই সড়কে যানবাহন চলাচল ও দোকানপাট বন্ধ হয়ে যায়। আতংকে লোকজন দিকদ্বিক ছুটাছুটি করে। রাস্তায় ইট পাটকেল ও দেশীয় অস্ত্রশস্ত্র ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকতে দেখা যায়। জানা যায়, শায়েস্তানগরের এক যুবক মোহনপুর এলাকা থেকে একটি মোবাইল ফোন চুরি করে। এ নিয়ে উভয়পক্ষের মাঝে বাকবিতন্ডা শুরু হয়। পরবর্তীতে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে উভয় এলাকার লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে ৫ জন আহত হয়। তাদেরকে উদ্ধার করে হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে।
Leave a Reply