স্টাফ রিপোর্টার ॥ আজমিরীগঞ্জ উপজেলার অত্যাচারী প্রভাবশালী ও চাঁদাবাজ তিন ভাইয়ের আঘাতে আসকির মিয়া (৩২) নামে এক ব্যাক্তি আহত হয়েছে। এই ঘটনাটি ঘটে আজমিরীগঞ্জ উপজেলার ১নং সদর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের নোয়াব্দা গ্রামে। এলাবাসীর সূত্রে জানা যায়, ১২ সেপ্টেম্বর রাত ৮টার দিকে আছকির মিয়া বাড়িতে আসার সময় ঘটনাস্থল পৌঁছামাত্রই পূর্ব শত্রুতার জেরে, প্রভাবশালী ও অত্যাচারী আওলাদ মিয়া, শাজাহান মিয়া, খেলু মিয়া এরা তিন ভাই মিলে দেশীয় ধারালো অস্ত্র ও লাঠিসোটা দিয়ে আছকির মিয়ার উপর অতর্কিত হামলা চালায়। এতে আছকির মিয়া গুরুতর আহত হয়। শোর চিৎকার শুনে আহত আছকির মিয়াকে এলাকার লোকজন উদ্ধার করে এবং তার আত্মীয়দের সাথে যোগাযোগ করে তৎক্ষনাৎ আজমিরীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে আসেন। কর্তব্যরত ডাক্তার প্রাথমিক চিকিৎসা দিয়ে হবিগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করে। আছকির মিয়া নিরিহ প্রকৃতির লোক হওয়ায় প্রভাবশালী আওলাদ মিয়া আবার ও প্রাণনাশের ভয় দেখায় যেন আইনের আশ্রয় না নেয়। তার অত্যাচার সইতে না পেরে নিরুপায় হয়ে লুকিয়ে ১৬ সেপ্টেম্বর আজমিরীগঞ্জ থানায় আওলাদ মিয়া, শাজাহান মিয়া, খেলু মিয়ার নামে একটি অভিযোগ করেন। আরও জানা যায় আওলাদ মিয়া ও তাহার ভাইয়েরা অত্যাচারী ও প্রভাবশালী অসামাজিক আইন অমান্য কারীর প্রকৃতির লোক। অভিযোগের খবর পেয়ে, আওলাদ মিয়া এবং তার অন্য ভাইয়েরা আছকির মিয়াকে অভিযোগ তুলে নেওয়ার জন্য ভয়ভীতি দেখায়।
Leave a Reply