সোমবার, ১৯ মে ২০২৫, ০৯:৫২ পূর্বাহ্ন

চুনারুঘাটে ৮ম শ্রেণির ছাত্রকে মারপিট করে বাইসাইকেল ছিনতাই

চুনারুঘাটে ৮ম শ্রেণির ছাত্রকে মারপিট করে বাইসাইকেল ছিনতাই

চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাটের শাকির মোহাম্মদ উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণি পড়ুয়া ছাত্র  মাহদি হাসান সামি (১৫) কে কিশোর গ্যাংকের সদস্যরা মারপিট করে সাইকেল চিনিয়ে নিয়ে যায়। গতকাল রবিবার সকাল ৯টায় ওই শিক্ষার্থী স্কুলে যাওয়ার পথে পাইকুরা গ্রামের রাস্তায় এ ঘটনাটি ঘটে। সে পাট্টাশরিফ গ্রামের মৃত এনামুল হকের ছেলে। স্থানীয় সূত্রে জানাযায়, প্রতিদিনের ন্যায় সামি বাইসাইকেলটি নিয়ে স্কুলে যাওয়ার জন্য রওনা হয়। পথিমধ্যে পাইকুরা নামক গ্রামস্থ রাস্তায় পৌঁছামাত্র একই গ্রামের আব্দুল মতিনের ছেলে রুমান মিয়া ও রফিক মিয়ার ছেলে ফাহিম মিয়া সহ আরো দুই তিনজন কিশোর গ্যাং সদ্য প্রথমে বাইসাইকেলটি ছিনিয়ে নেওয়ার জন্য তার পথ রোধ করে। পরে সামি সাইকেল দিতে না চাইলে ফাহিম মিয়া তার হাতে থাকা লোহার রড দিয়া মাথায় আঘাত করে। তখন কিশোর গ্যাং এর সদস্য রুমান মিয়া সামীর অবস্থা খারাপ থেকে আহত অবস্থায় সামীকে চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়া আসে এবং স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে  বারান্দায় রেখে পালিয়ে যায়। হাসপাতাল থেকে সামীর পরিবারে সদস্যকে মোবাইল ফোনের মাধ্যমে হাসপাতানোর বারান্দা পরে রয়েছে বলে খরব পায়। তাৎক্ষনিক পরিবারের সদস্যরা খবর পেয়ে হাসপাতালে এসে আহত সামীর চিকিৎসারা করানো হয়। এ বিষয়ে সামীর চাচা শামছুলক হক চুনারুঘাট উপজেলা নির্বাহী অফিসার বরাবর  কিশোর গ্যাংক এর সদস্যদের  বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করেন। বর্তমানে আহত শিক্ষার্থী সামি চুনারুঘাট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থা ভর্তি রয়েছে। এ বিষয়ে সামীর চাচা জানান, আমার ভাতিজা তার পিতা দুই বছর বয়স অবস্থায় রেখে আমার ভাই মারা যান। তার বিধবা মা এবং আমাদের  আত্মীয় স্বজনদের সহযোগিতা নিয়ে ছেলেটির পড়াশোনা ছালিয়ে যাচ্ছে। আমরা প্রশাসনের কাছে ন্যায় বিচার চাই।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2024 DailyBijoyerProtiddhoni
Design & Developed BY ThemesBazar.Com