রবিবার, ১৮ মে ২০২৫, ০৫:১০ অপরাহ্ন

বাড়ির সীমানাপ্রাচীর তোলা নিয়ে দুই ভাইয়ের বিরোধ, সংঘর্ষে নিহত ১

বাড়ির সীমানাপ্রাচীর তোলা নিয়ে দুই ভাইয়ের বিরোধ, সংঘর্ষে নিহত ১

নিজস্ব প্রতিবেদক ॥ বাহুবলে জমি নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে ওয়াহিদ মিয়া (৩২) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত ৫০ জন। এ ছাড়া সংঘর্ষ চলাকালে একটি বাড়িতে আগুন দেওয়ার ঘটনা ঘটে। আজ মঙ্গলবার দুপুরে বাবনাকান্দি গ্রামে এসব ঘটনা ঘটে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা গেছে, উপজেলার বাবনাকান্দি গ্রামের মো. আরজু মিয়া ও তাঁর ছোট ভাই আবদুল হাইয়ের মধ্যে বাড়ির সীমানাপ্রাচীর নিয়ে বিরোধ চলছিল। আজ সকালে বাড়ির সীমানাপ্রাচীরের নির্মাণকাজ শুরু করেন আরজু। এ দেয়াল হলে পরিবারের সদস্যের চলাচলের পথ বন্ধ হবে জানিয়ে প্রাচীর না তোলার অনুরোধ করেন আবদুল হাই। বিষয়টি নিয়ে কথা-কাটাকাটিতে জড়ায় দুই ভাই। একপর্যায়ে সংঘর্ষে জড়ায় দুই পক্ষের লোকজন। উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র, লাঠিসোঁটা, রডসহ বিভিন্ন অস্ত্র নিয়ে এ সংঘর্ষে জড়িয়ে পড়েন। প্রায় আধা ঘণ্টাব্যাপী চলা এ সংঘর্ষে বল্লমের আঘাতে ওয়াহিদ মিয়া নামের এক ব্যক্তি ঘটনাস্থলেই প্রাণ হারান। তিনি আবদুল হাই পক্ষের লোক ছিলেন। সংঘর্ষে গুরুতর আহত ৩০ জনকে বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং জালাল মিয়া, আবদুল হাই, কবির মিয়া, আরিফ উল্লাহ, সিতার মিয়াসহ পাঁচজনকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এ ঘটনায় আজ বিকেল পর্যন্ত কোনো মামলা হয়নি বলে জানিয়েছেন বাহুবল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মশিউর রহমান। তিনি জানান, লাশটি ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ ২৫০ শয্যা জেলা হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2024 DailyBijoyerProtiddhoni
Design & Developed BY ThemesBazar.Com