স্টাফ রিপোর্টার ॥ পুলিশের গুলিতে আহত হবিগঞ্জ পৌর বিএনপির সাধারণ সম্পাদক এস এম আউয়ালকে ৫০ হাজার টাকা এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে বানিয়াচঙ্গে নিহত সাংবাদিক সোহেল আখঞ্জির পরিবারকে ৬০ হাজার টাকা আর্তিক অনুদান দিয়েছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও টানা ৩ বারের নির্বাচিত হবিগঞ্জ পৌরসভার পদত্যাগকারী মেয়র আলহাজ্ব জি কে গউছ। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে এই অনুদান দেয়া হয়। তিনি গত মঙ্গলবার রাতে শায়েস্তানগরস্থ বিএনপির কার্যালয়ে আহত এস এম আউয়াল ও নিহত সোহেল আখঞ্জির পরিবারের হাতে এই অনুদানের টাকা তুলে দেন।
হবিগঞ্জ পৌর বিএনপির সাধারণ সম্পাদক এস এম আউয়াল ২০২৩ সালের ১৯ আগষ্ট হবিগঞ্জ জেলা বিএনপির পদযাত্রা কর্মসূচীতে পুলিশের গুলিতে আহত হন। গত ৫ আগষ্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে বানিয়াচঙ্গে নিহত হন সাংবাদিক সোহেল আখঞ্জি।
Leave a Reply