আব্দুল মালেক, বানিয়াচং থেকে ॥ বানিয়াচংয়ে গত ৫ আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র-জনতার মিছিলে অংশগ্রহণকারি নিহত ও আহতদের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করেছেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ডা. সাখাওয়াত হাসান জীবন। গতকাল শনিবার সকাল ১০টায় কামালখানীস্থ হাসান মঞ্জিলে নিহত ৯জন ও আহত ৪৪জনের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করেছেন তিনি। এসময় আহতরা লোমহর্ষক ঘটনার বর্ণনা করে অনেকে কেঁদে ফেলেন।
এসময় ডা. জীবন বলেন, আওয়ামীলীগ ফ্যাসিবাদি সরকার দেশের মানুষকে জিম্মি করে গুম-খুন করেছিল। দেশের টাকা লোটপাট, একের পর এক ব্যাংক ও শেয়ার বাজার কেলেংকারি করে কোটি কোটি টাকা বিদেশে পাচার করেছিল। হেন কোনো অপরাধ নেই তারা করেনি। এসবের বিচার হবে। আন্দোলন-সংগ্রাম করতে গিয়ে যারা শহীদ এবং আহত হয়েছেন তাদের পরিবারের পাশে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং আমরা আছি। বিএনপি ক্ষমতায় গেলে নিহত এবং আহতদের পৃষ্ঠপোষকতা করা হবে। তিনি আরও বলেন, বিগত সরকার বিএনপির নেতাকর্মীদের উপর নির্যাতনের স্ট্রিরোলার চালিয়ে ছিল। নেতাকমকর্মীদের উপর একের পর এক মিথ্যাও হয়রানীমূলক মামলা দিয়েছিল। আমার উপরও মিথ্যা মামলা দিয়েছে এবং জেল খেটেছি। ছাত্র-জনতার তুমুল আন্দোলনে মসনদ ছেড়ে পালিয়েছে সরকার। যে কোনো ষড়যন্ত্রকে রুখে দিতে সবাইকে সজাগ থাকতে হবে। এসময় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সভাপতি মুজিবুল হোসেন মারুফ, সাধারণ সম্পাদক নকিব ফজলে রকিব মাখন, সাবেক আহবায়ক আলহাজ্ব লুৎফুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন বকুল, উপজেলা যুবদলের সাবেক সভাপতি মোঃ আমির হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক আবু জাহির ও ছাত্রনেতা শরীফ উদ্দিন ঠাকুর প্রমুখ।
এসময় উপজেলা বিএনপির বিভিন্ন অঙ্গও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দসহ গণমাধ্যমের কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।
Leave a Reply