সোমবার, ১৯ মে ২০২৫, ১১:০৯ পূর্বাহ্ন

চুনারুঘাটে ন্যাশনাল ও আশরাফ ট্রাভেলস এন্ড ট্যুরসের উদ্যোগে হজ্ব সেমিনার

চুনারুঘাটে ন্যাশনাল ও আশরাফ ট্রাভেলস এন্ড ট্যুরসের উদ্যোগে হজ্ব সেমিনার

filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; captureOrientation: 0; algolist: 0; multi-frame: 1; brp_mask:0; brp_del_th:null; brp_del_sen:null; delta:null; module: photo;hw-remosaic: false;touch: (-1.0, -1.0);sceneMode: 8;cct_value: 0;AI_Scene: (-1, -1);aec_lux: 0.0;aec_lux_index: 0;albedo: ;confidence: ;motionLevel: -1;weatherinfo: null;temperature: 41;

চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাটে ন্যাশনাল ট্রাভেলস্ ও আশরাফ ট্রাভেলস এন্ড  ট্যুরস এর যৌথ উদ্যোগে পবিত্র হজ্ব এর বিভিন্ন বিষয় নিয়ে এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার বিকাল ৩টায় পৌর শহরের রোকসানা কনভেনশন সেন্টারের উক্ত সেমিনারের আয়োজন করা হয়। সেমিনার আয়োজন করেন-৪৫ বছরের বিশ^স্থ প্রতিষ্ঠান চুনারুঘাট আশরাফ ট্রাভেলস এন্ড  ট্যুরস এর সত্ত্বাধিকারী আলহাজ¦ মাওলানা আতাহার আলী। সেমিনারের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-সদস্য সাবেক চুনারুঘাট উপজেলা চেয়ারম্যান আলহাজ¦ সৈয়দ লিয়াকত হাসান। হজে¦র বিভিন্ন গুরত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করেন-হবিগঞ্জের ছায়েব জাদায়ে হযরত মাওলানা তাফহিমুল হক। সেমিনার উপলক্ষে আলোচনা সভায় চুনারুঘাট শাসছুল উলুম কওমি মাদ্রাসার মুহতামিম হযরত মাওলানা জহুর আলীর সভাপতিত্বে ও মিরাশী ইউপির সাবেক চেয়ারম্যান আলহাজ¦ হুসাইন আলীর রাজনের পরিচালনায় এতে বিশেষ অতিথি ছিলেন-চুনারুঘাটের জাহানারা চৌধুরী মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ ইলিয়াছ বখত চৌধুরী, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ¦ লুৎফুর রহমান মহালদার, ন্যাশনাল ট্রাভেলস এন্ড ট্যুরস ঢাকার এমডি আলহাজ¦ আমিনুর রশীদ চৌধুরী বরুন, চুনারুঘাট প্রেসক্লাবের সাবেক সভাপতি আলহাজ¦ কামরুল ইসলাম, সাবেক সভাপতি অধ্যক্ষ ফারুক উদ্দিন চৌধুরী, বিশিষ্ট ব্যবসায়ী মোঃ নুরুল ইসলাম, রেজাউল করিম মাসুক, চুনারুঘাট ব্যাকসের সহ-সভাপতি আলহাজ¦ ছিদ্দিকুর রহমান মাসুদ, হাজী আকবর হোসেন, হাজী আজগর আলী, হাজী খুরশেদ আলী, হাজী কাইয়ুম মিয়া, শ্রমিক নেতা আলহাজ¦ কাদির সরকার সহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষজন। প্রসঙ্গ, চুনারুঘাটসহ জেলা জুরে দীর্ঘ ৪৫ বছরের অভিজ্ঞা নিয়ে হজ¦ ও ওমরা যাত্রীদের সেবা প্রদান করে আসছে চুনারুঘাট আশরাফ ট্রাভেলস এন্ড  ট্যুরস। বর্তমানে ওমরা হজ¦ এর জন্য বুকিং চলছে। আগ্রীরা যেতে চাইলে আশরাফ ট্রাভেলস এন্ড  ট্যুরস এ যোগাযোগ করতে পারেন। যেভাবে যোগাযোগ করবেন -চুনারুঘাট পৌর শহরের মধ্যবাজার, সিকান্দার মার্কেটের ২য় তলায়। মোবাইলঃ-০১৭১১-০১২৩৭৭। ওমরা হজ্জ যাত্রীদের অবগতির জন্য জানানো যাইতেছে যে একটি প্রতারক চক্র ওমরা হজ্জ যাত্রীদের ব্যবহার করে স্বর্ণ চালান, অভৈধ তামাকদ্রব্য আনা নেয়া করে। ইতিপূর্বে স্বর্ণ চোরাচালানের দায়ে একজন গ্রেফতার হয়ে জেল হাজতে গেছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2024 DailyBijoyerProtiddhoni
Design & Developed BY ThemesBazar.Com