মোঃ তোফাজ্জল মিয়া ॥ সম্প্রতি ভারতের পুরোহিত রামগিরি কর্তৃক মহানবী (স.) কে নিয়ে অবমাননা করায় বিশ্বের বিভিন্ন জায়গায় মুসলিমেরা প্রতিবাদ করে সোস্যাল মিডিয়া জুড়ে নিন্দার ঝড়। গতকাল রবিবার চুনারুঘাট সরকারি কলেজের সাধারণ শিক্ষার্থীরা রামগিরি কর্তৃক অবমাননার বিরুদ্ধে কলেজ থেকে বিশাল মিছিল নিয়ে চুনারুঘাট মধ্যবাজরে জড়ো হয়। মহানবী (স.) নিয়ে এমন কটুক্তি কোনো ভাবেই মেনে নিতে পারেনি শিক্ষার্থীরা। এক শিক্ষার্থী বলেন, আমাদের আইডল, আইকন, অভিবাবক, বিশ্বমানবতার ইতিহাসে যাঁর স্থান সর্বশ্রেষ্ঠ আসনে। আমাদের জীবনের উর্ধ্বে যাকে আমরা ভালোবাসি তিঁনিই হযরত মোহাম্মদ (স.)। ওনার বিরুদ্ধে কুরুচিপূর্ণ মন্তব্য আমরা কখনোই মেনে নিবো না। ভারতের পুরোহিত কর্তৃক যে মন্তব্য করা হয়েছে আমরা চুনারুঘাট সরকারি কলেজের ব্যানারে এর তীব্র নিন্দা জানিয়েছি। বাংলাদেশেকে আমরা বরাবরের মতই অসাম্প্রদায়িক চেতনার দেশ হিসেবে দেখে আসছি ভবিষ্যতেও দেখতে চাই। শিক্ষার্থীরা আরো বলেন, ভারতের সরকার নরেন্দ্রমোদীর প্রতি আমাদের আহব্বান থাকবে শীঘ্রই যেন পুরোহিতকে বিচারের মুখোমুখি করা হয়। দোয়ার মাধ্যমে মানববন্ধনের পরিসমাপ্তি ঘটে।
Leave a Reply