স্টাফ রির্পোটার ॥ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের অপসারণ করা হলে ইউনিয়ন পর্যায়ে জন সাধারণের ভোগান্তি বাড়বে বলে মনে করছেন স্থানীয় জনসাধারণ। এমনিতে চুনারুঘাট উপজেলায় ১০টি ইউনিয়নের মধ্যে ৬ জন চেয়ারম্যান মামলাজনিত কারণে অনুপস্থিত থাকায় জনসাধারণ বিপাকে পড়েছেন। জন্মনিবন্ধন থেকে শুরু করে বিভিন্ন সনদসহ নানা রকম কাজে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের প্রয়োজন হয়। এক্ষেত্রে সরকারী কোন কর্মকর্তা ইউনিয়ন পরিষদের দায়িত্বে রাখা হলে ওই কর্মকর্তার অফিসিয়াল দায়িত্ব পালন করে ইউনিয়ন পরিষদে কতটুকু সময় দিতে পারবেন তা নিয়ে জনমনে সংশয় বিরাজ করছে। প্রতিদিন স্থানীয় জনসাধারণের ইউনিয়ন পরিষদই একমাত্র ভরসার স্থল। একটি জন্ম নিবন্ধন করতে হলেও চুনারুঘাট থানা সদরে ওই ব্যাক্তিকে আসতে হবে। এসেও যখন নির্ধারিত ইউনিয়নের দায়িত্বরত অফিসারকে কোন কারনে না পেলে ভোগান্তি আরো বেড়ে যাবে। সময় এবং প্রয়োজনীয় কাজ সময় মত না হওয়ায় জনভোগান্তি বৃদ্ধি পাবে। ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান দায়িত্বে থাকলেও সরকারী কর্মকর্তা সংশ্লিষ্ট ইউনিয়নের দায়িত্বে থাকলে একই বিড়ম্বনার শিকার হবেন গ্রাম বাংলার মানুষ। বিষয়টি নিয়ে জেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছেন ভূক্তভোগী জনসাধারণ।
Leave a Reply