স্টাফ রিপোর্টার ॥ চৌধুরী বাজার ও বগলা বাজার ব্যবসায়ী ও ক্ষুদ্র সঞ্চয়ী সমিতির সদস্যরা মানববন্ধন ও প্রতিবাদ সভার আয়োজন করেছে। গতকাল সোমবার সকাল ১১টার দিকে বগলা বাজারস্থ মাছ বাজার এলাকায় মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় প্রায় শতাধিক মৎস্যজীবি মানববন্ধনে অংশগ্রহণ করেন। এ সময় এ সমিতির সভাপতি নূর ইসলাম বলেন, মকসুদ আলী, ফুল মিয়া, মাস্টার মিয়া, ময়না মিয়া, মেঘা মিয়া ও লুৎফুর রহমানসহ ১০জন দুস্কৃতিকারীরা ওই বাজার এলাকায় ব্যবসার আড়ালে মাদক, জুয়ার আসর বসায়। এতে বাজারের পরিবেশ নষ্টসহ বিভিন্ন বাধার সম্মুখীন হন বাজারের ব্যবসায়ীরা। এ কারণে তাদের অপকর্মের বিরুদ্ধে মানববন্ধন অনুষ্ঠিত হয়। তিনি আরো বলেন, বাজারের উন্নয়নের স্বার্থে নিয়মতান্ত্রিকভাবে ১০ টাকা করে উত্তোলন করা হয়। যার প্রতিবেদন প্রতি মাসে মাসিক সভায় প্রকাশ করা হয়। উত্তোলিত টাকা বাজারের বিভিন্ন উন্নয়নে বাথরুম, পানির কল, ময়লা আবর্জনা পরিস্কারসহ বাজারের কর্মরত মৎস্যজীবি ব্যবসায়ীদের পুত্র-কন্যার বিয়ে, অসুস্থতাসহ বিভিন্ন খাতে ব্যয় করা হয়। এছাড়াও প্রতি মাসে ৩ হাজার টাকা করে এতিমখানায় দান করা হয় এবং অবশিষ্ট টাকা ব্যাংকে রক্ষিত আছে। দুস্কৃতিকারীদের অপকর্মে বাধা দেয়ায় তারা আমাদের বিরুদ্ধে মানহানীকর মানববন্ধন করে।
সহ-সভাপতি সাই মিয়া বলেন, বৃষ্টি বাদল হলেই আমাদের বাজারের অবস্থা নোংড়া হয়ে যায়। বর্তমান কমিটির এসব সমস্যা থেকে মুক্তি পেতে সকলের সম্মতিক্রমে জন প্রতি ১০ টাকা করে টাকা কালেকশন করে উন্নয়নের কাজে লাগানো হয়। আমরা কোন জোর করে কোন টাকা কালেকশন করি না। সমিতির সদস্য আরব আলী জানান, গত শনিবার কয়েকজন নামধারী ব্যবসায়ী ও মাদকসেবী মিলে মানবন্ধন করে। তারা মানববন্ধনে বাজারের সমিতির বিরুদ্ধে কুরুচিপূর্ণ মন্তব্য করে, যাতে সমিতির মানসম্মান ক্ষুন্ন হয়। আমরা পরবর্তীতে বিভিন্ন পত্রিকায় প্রতিবাদ ও ব্যাখ্যা সহকারে এর প্রতিবাদ ও নিন্দান জানাই। মানববন্ধনে সাবেক ক্যাশিয়ার সজল মিয়া বলেন, মকসুদ আলী, ফুল মিয়া, মাস্টার মিয়া, ময়না মিয়া, মেঘা মিয়া ও লুৎফুর রহমানসহ দুস্কৃতিকারীরা বাজার এলাকায় জুয়া, মাদক, নারী ব্যবসাসহ চোরাই মালের আস্তানা গড়ে তুলেছে। আমরা প্রশাসনসহ উর্ধ্বতনের সুদৃষ্টি কামনা করছি।
Leave a Reply