বৃহস্পতিবার, ২২ মে ২০২৫, ০৬:০১ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
নবীগঞ্জে লটারির মাধ্যমে ১৩ ইউনিয়নে খাদ্যবান্ধব ডিলার নিয়োগ লাখাইয়ে পুলিশ দেখে ভয়ে পালাতে গিয়ে যুবলীগ নেতার মৃত্যু হবিগঞ্জে ২২ বছর পর হত্যা চেষ্টা মামলার রায়ে ৮ জনই খালাস ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশকালে হবিগঞ্জের ৩ যুবক আটক মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের অভিযানে গাঁজাসহ কারবারি গ্রেফতার মৌলভীবাজার সদর হাসপাতালে দুদকের হবিগঞ্জ উপ-পরিচালকসহ ৩ সদস্যের অভিযান লাখাইয়ে পার্টানার কংগ্রেস কর্মশালা অনুষ্ঠিত হবিগঞ্জে ভারতীয় গরু অনুপ্রবেশ নিয়ে শঙ্কায় খামারিরা মাধবপুরে দুনীর্তি প্রতিরোধ কমিটির বির্তক প্রতিযোগিতা বানিয়াচংয়ে সামান্য বৃষ্টিতেই সৃষ্টি হয় জলাবদ্ধতা ॥ দেখার যেন কেউ নেই
জনগণের ভোটে নির্বাচিত সরকার প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত বিএনপি রাজপথ ছাড়বে না -জি কে গউছ

জনগণের ভোটে নির্বাচিত সরকার প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত বিএনপি রাজপথ ছাড়বে না -জি কে গউছ

স্টাফ রিপোর্টার ॥ বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও টানা ৩ বারের নির্বাচিত হবিগঞ্জ পৌরসভার সাবেক মেয়র আলহাজ্ব জি কে গউছ বলেছেন- জনগণের ভোটে নির্বাচিত সরকার প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত বিএনপি রাজপথ ছাড়বে না। জনগণের সরকার প্রতিষ্ঠার জন্যই বিএনপি গত ১৭টি বছর ধরে লড়াই করছে। আমরা জনগণের মৌলিক অধিকার ফিরে পাওয়ার জন্য আন্দোলন করছি, আমরা জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য আন্দোলন করছি, আমরা এদেশের গণতন্ত্রের জন্য আন্দোলন করছি। এই লক্ষ্যে আমরা রাজপথে আছি, রাজপথেই থাকব।
তিনি গতকাল বৃহস্পতিবার জাতীয়তাবাদী পরিবার ইউকে’র উদ্যোগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নবীগঞ্জে শহীদ আজমত আলী সহ সকল শহীদের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। এরআগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে শহীদ আজমত আলীর পরিবারকে ১ লক্ষ ৮৫ হাজার টাকা আর্থিক সহায়তা তুলে দেন আলহাজ্ব জি কে গউছ।
নবীগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক সরফরাজ চৌধুরীর সভাপতিত্বে এবং যুগ্ম আহবায়ক মজিদুর রহমান মজিদ ও বিএনপি নেতা অলির রহমান অলির যৌথ পরিচালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন যুক্তরাজ্য যুবদলের সাবেক আহবায়ক দেওয়ান আব্দুল মোকাদ্দিম চৌধুরী নিয়াজ, হবিগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহবায়ক এডভোকেট হাজী নুরুল ইসলাম, ইসলাম তরফদার তনু ও হাজী এনামুল হক। এ ছাড়া নবীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি মতিউর রহমান পেয়ারা, হবিগঞ্জ পৌর বিএনপির সভাপতি তাজুল ইসলাম চৌধুরী ফরিদ, নবীগঞ্জ পৌর বিএনপির যুগ্ম আহবায়ক তৌহিদুল ইসলাম চৌধুরী, অরবিন্দু রায়, নুরুল আমিন, নবীগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক তোফাজ্জল হোসেন, বিএনপি নেতা আনোয়ার হোসেন মিঠু, গজনাইপুর ইউনিয়ন বিএনপির সভাপতি সফিউল আলম বজলু, বিএনপি নেতা শাহ দারা আলী, হোসাইন আহমদ প্রমূখ।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2024 DailyBijoyerProtiddhoni
Design & Developed BY ThemesBazar.Com