নিজস্ব প্রতিনিধি ॥ চুনারুঘাটে পল্লী এলাকায় পঞ্চাশ টু শায়েস্তাগঞ্জ সড়কে দুর্ধর্ষ ডাকাতি সংঘটিত হয়েছে। সংঘবদ্ধ ডাকাত দলটি সড়কের যাত্রীদের আটকিয়ে মারপিট করে টাকা পয়সা ও এক মোটর সাইকেল আরোহীকে হাত-পা বেঁধে তার মোটরসাইকেল মেবাইল ফোন সহ মূল্যমান জিনিস লুটে নেয়। এঘটনায় ভুক্তভোগী বাচ্চু মিয়া নামে এক যুবক ৩ অক্টোবর রাতে চুনারুঘাট থানায় অভিযোগ দায়ের করেন। তিনি উপজেলার শানখলা ইউনিয়নের আলাপুর গ্রামের মৃত আজিজুর রহমানের ছেলে। অভিযোগে তিনি উল্লেখ করেন জরুরি প্রয়োজনে গত ২ অক্টোবর রাতে তার অসুস্থ চাচা শাহিন মিয়াকে নিয়ে মোটরসাইকেল যোগে শায়েস্তাগঞ্জ থেকে নিজ বাড়ীতে ফিরছিলেন পথিমধে পঞ্চাশ সড়কের সোহাগ ব্রিকফিল্ডের সামনে একদল মুখোশধারী ডাকাত অস্ত্রশস্ত্র নিয়া আমার পথরোধ করিয়া তাকে ও তার অসুস্থ চাচা কে ধারালো অস্তের ভয় দেখাইয়া রশি দিয়া বেঁধে ফেলে। এর পর তার সাথে থাকা আমার ব্যবহৃত দুটি মোবাইল, নগদ দুই হাজার টাকা একটি মোটরসাইকেল নিয়া যায়। পরে কৌশলে রশির বাধন খুলে শোর -চিৎকার করলে স্থানীয় লোকজন উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। বাচ্চু মিয়া জানান, ৬/৭ জনের মুখোশধারী ডাকাত আমাদের রশি দিয়ে বেধেঁ মারপিট করে আমার মোটরসাইকেল সহ সবকিছু লোটে নেয়।
একাধিক যানবাহন ডাকাতিকরে ওই চক্রটি। এনিয়ে ওই এলাকায় আতঙ্ক বিরাজ করছে। চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: কবির হোসেন বলেন, তাৎক্ষণিক জানানো উচিত ছিলো। তারপরও আমরা অভিযোগ পেয়েছি, পুলিশ কাজ করছে।
Leave a Reply