স্টাফ রিপোর্টার ॥ বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও টানা ৩ বারের নির্বাচিত হবিগঞ্জ পৌরসভার সাবেক মেয়র আলহাজ্ব জি কে গউছ বলেছেন- আওয়ামীলীগ গত ৫ আগস্টের পর দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির চেষ্টা করেছিল। কিন্তুু বাংলাদেশের ছাত্র-জনতা আওয়ামীগের সেই চক্রান্ত নস্যাৎ করে দিয়েছে। আসন্ন দুর্গাপূজায় আওয়ামীলীগ আবারও সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে, বিশৃংখলা সৃষ্টির পায়তারা করছে। তাই আওয়ামীলীগের লোকজন যাতে পূজায় কোনো বিশৃংখলা সৃষ্টি করতে না পারে সেই ব্যাপারে বিএনপি সতর্ক পাহারায় থাকবে। শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্নে পালন করতে সনাতন ধর্মের লোকজের পাশে থাকবে বিএনপি।
তিনি গতকাল সোমবার রাতে হবিগঞ্জ সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নের পূজা মন্ডপ নেতৃবৃন্দদের সাথে মতবিনিময় সভায় এসব কথা বলেন। সনাতন ধর্মালম্বীদের প্রধান উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নিরাপত্তা, আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণ ও প্রাসঙ্গিক বিষয় নিয়ে এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় জি কে গউছ আরও বলেন- সনাতন ধর্মালম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। সারা বছর এই দুর্গাপূজার জন্য সনাতন ধর্মের লোকজন অপেক্ষায় থাকেন। তাই শারদীয় দুর্গাপূজাকে হালকাভাবে দেখার সুযোগ নেই। শারদীয় দুর্গাপূজায় দেশের পরাজিত শক্তি যাতে কোনো বিশৃংখলা সৃষ্টি করতে না পারে সেই দিকে আমাদেরকে সবোচ্ছ সতর্ক থাকতে হবে।
তিনি বলেন- আমরা ১৫টি বছর মানুষের ভোটের অধিকার, গণতন্ত্র পূনরুদ্ধার, বাক-স্বাধীনতা ও ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য আন্দোলন করেছি, সংগ্রাম করেছি। শেষ পর্যায়ে ছাত্র-জনতার গণঅভ্যূত্থানে ফ্যাসিষ্ট আওয়ামীলীগ সরকারের পতন নিশ্চিত হয়েছে। দলটির প্রধান স্বৈরাচারী শেখ হাসিনা দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছে। সভায় উপস্থিত ছিলেন হবিগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এডভোকেট হাজী নরুল ইসলাম, হাজী এনামুল হক, হবিগঞ্জ পৌর বিএনপির সভাপতি তাজুল ইসলাম চৌধুরীর ফরিদ, সদর উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আজিজুর রহমান কাজল, হবিগঞ্জ জেলা যুবদলের সদস্য সচিব শফিকুর রহমান সিতু প্রমুখ।
Leave a Reply