মঙ্গলবার, ২০ মে ২০২৫, ১২:৩০ অপরাহ্ন

মাধবপুরে পিতার সম্পদ আত্মসাত করতে ভাতিজাদের উপর চাচা মানিক মিয়ার জুলুম

মাধবপুরে পিতার সম্পদ আত্মসাত করতে ভাতিজাদের উপর চাচা মানিক মিয়ার জুলুম

মাধবপুর প্রতিনিধি ॥ ঘটনাটি সংঘটিত হয়েছে মাধবপুর উপজেলার বহরা ইউনিয়নের বোরহানপুর গ্রামে। জানা যায়, বোরহানপুর গ্রামের মোঃ শফিক মিয়া প্রায় তিন বছর পূর্বে আতিকুল ইসলাম, মানিক মিয়া সহ তিন ছেলে ও স্ত্রী  কন্যাদের রেখে মৃত্যুবরণ করেন। এর প্রায় দেড় বছর পরে বড় ছেলে আতিকুল ইসলামও অসুস্থতা জনিত কারণে মৃত্যুবরণ করেন। আতিকুল ইসলাম জীবিত থাকা অবস্থায় মানিক মিয়া তার পিতা শফিক মিয়ার সমোদয় সম্পদ আত্মসাতের পায়তারয় লিপ্ত হয়। আতিকুল ইসলাম ও তার ছেলে শাহিন আলম চারাভাঙ্গা সাব রেজিস্ট্রি  অফিস মাধবপুর এর দলিল লেখক হওয়ার কারণে সাব রেজিস্ট্রি  অফিসের পার্শ্ববর্তী জগদীশপুর গ্রামে বাড়ি নির্মাণ করে বসবাস করতে শুরু করেন। গ্রামের বাড়িতে থাকেন আতিকের বড় ছেলে শিপন মিয়া। এদিকে মানিক মিয়া তার স্বার্থ চরিতার্থ করার হীন উদ্দেশ্যে শিপন মিয়ার উপর নির্যাতন বাড়িয়ে দেয়। এদিকে গত ০১ অক্টোবর শাহিন আলম গ্রামের বাড়িতে তার দাদিকে দেখতে এলে দুপুর প্রায় বারোটার দিকে মানিক মিয়ার দল বল নিয়ে শাহীনকে অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করে এবং তার উপর আক্রমণ চালালে প্রতিবেশী লোকজন শাহিন কে মানিকের কবল থেকে উদ্ধার করেন। এরপর থেকে আতিক এর বড় ছেলে শিপন মিয়াকেও বাড়িতে প্রবেশ করতে দেয়নি মানিক মিয়া। মানিক কর্তৃক প্রাণনাশের হুমকি অত্যাচার নির্যাতনের ভয়ে আতিকের পুরো পরিবারটি এখন বাড়ি ছাড়া। এ ব্যাপারে আতিকের ছেলে শাহিন আলম বাদি হয়ে মাধবপুর থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। মানিকের পিতা শফিক মিয়া জীবিত থাকাকালীন অবস্থায় মানিকের ভাতিজা শাহিন আলমের স্ত্রীর নিকট ৪০১৬/২০২০ইং নং রেস্ট্রি দলিল মূলে ৩১শতক ভূমি বিক্রয় করে গেছেন ওই ভূমিতেও মানিক তাদেরকে বেদখল দেওয়ার চেষ্টায় রত রয়েছেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2024 DailyBijoyerProtiddhoni
Design & Developed BY ThemesBazar.Com