রবিবার, ১৮ মে ২০২৫, ১১:৩০ অপরাহ্ন

জি কে গউছের বিরুদ্ধে অপ্রচারের প্রতিবাদে চুনারঘাটে বিক্ষোভ মিছিল

জি কে গউছের বিরুদ্ধে অপ্রচারের প্রতিবাদে চুনারঘাটে বিক্ষোভ মিছিল

মোঃ মাসুদ আলম চুনারুঘাট হবিগঞ্জ প্রতিনিধি:
বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও টানা ৩ বারের নির্বাচিত হবিগঞ্জ পৌরসভার পদত্যাগকারী মেয়র আলহাজ্ব জিকে গউছের বিরুদ্ধে আপত্তিকর  বক্তব্যের প্রতিবাদে চুনারুঘাটে  পৌর শহরে আওয়ামী লীগের সাবেক অর্থমন্ত্রী প্রয়াত শাহ এ এম এস কিবরিয়ার ছেলে গণঅধিকার পরিষদের সাবেক আহবায়ক  ড. রেজা কিবরিয়ার বিরুদ্ধে বিক্ষোভ  মিছিল করেছে চুনারুঘাট উপজেলা বিএনপি ।  মঙ্গলবার  (৮অক্টোবর) শহরের প্রধান সড়কে উপজেলা বিএনপির  ব্যানারে এই মিছিল করা হয়। শহরের দক্ষিণ বাসস্ট্যান্ড থেকে মিছিলটি শুরু হয়ে মধ্যবাজারে গিয়ে পথসভায় মিলিত হয়। এতে উপজেলা বিএনপির  সভাপতি এডভোকেট মনিরুল ইসলামের  সভাপতিত্বে উপজেলা বিএনপির  সাংগঠনিক সম্পাদক  ইন্জিনিয়ার আব্দুল করিম সরকারের পরিচালনায় এতে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক  এডভোকেট মীর সিরাজ।
গাজিপুর ইউনিয়ন বিএনপির সভাপতি প্রফেসর আব্দুল হামিদ তালুকদার,  শানংখলা ইউনিয়ন বিএনপির সভাপতি মো: জমরুত আলী, আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক কামরুল হাসান শামীম,  দেওরগাছ ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি আতিকুল কবির, শানখলা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সৈয়দ মাহফুজুর রহমান, সদর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোজাহিদ মিয়া, উবাহাটা ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি শফিক মিয়া, সাটিয়াজুরী ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি  জসিম উদ্দিন,  রানিগাও ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি আব্দুর রউফ উস্তার, রানিগাও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো: নুরুল আমিন, মিরাশি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবু তাহের লিল মিয়া, বিএনপি নেতা জসিম উদ্দিন তালুকদার,  আব্দুল হান্নান,  ছাব্বির চৌধুরী,  জুবায়ের কবির চৌধুরী, মাহমুদুল হাসান ফিরুজ,  আব্দুর রহিম। পৌর যুবদলের সদস্য সচিব,  কামরুল হাসান মাসুম, পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক রফিক তালুকদার, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক  নাসির উদ্দীন, জামাল মিয়া, পৌর শ্রমিকদলের সাবেক সাধারণ সম্পাদক আমীর আলী, কলেজ ছাত্রদলের এমদাদুল হক ইমন, সিরাজ মিয়া, উলামা দালের সভাপতি আব্দুল হোসেন আব্দাল, কৃষকদলের আহবায়ক গিয়াসউদ্দিন কামরুল হাসান সুহেল, হুছেন আলী সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। বক্তারা বলেন- ১/১১ এর সময় বিনা অপরাধে গ্রেফতার হয়েছিলেন জিকে গউছ। পরবর্তিতে তৎকালিন সরকারের আমলে দেয়া সবগুলো মিথ্যা মামলা থেকে তিনি খালাস পান। বক্তারা বলেন, ড. রেজা কিবরিয়া বরাবরই বলে আসছিলেন এ হত্যাকান্ডে জি কে গউছসহ বিএনপি নেতারা জড়িত নন। কিন্তু স্বৈরাচার শেখ হাসিনা পতনের পর হঠাৎ করেই জিকে গউছের বিরুদ্ধে মিথ্যা  আপত্তিকর ও উদ্দেশ্য মূলক  বক্তব্য দিচ্ছেন ডা. রেজা কিবরিয়া। এ ঘটনায় চুনারুঘাট সহ  হবিগঞ্জবাসীর মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। এসময় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক  এডভোকেট মীর সিরাজ বলেন,  ড. রেজা কিবরিয়া তার    আপত্তিকর বক্তব্য  প্রত্যাহার করে  নিঃশর্ত ক্ষমাপ্রার্থনা না করলে  এ ঘটনায় অদ্ভুত পরিস্থিতির জন্য তিনি দায়ী হবেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2024 DailyBijoyerProtiddhoni
Design & Developed BY ThemesBazar.Com