স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাটের আহম্মদাবাদ ইউনিয়নের ছয়শ্রী গ্রামে অবসরপ্রাপ্ত এক সরকারি কর্মচারীর জমি দখলসহ তাকে বাড়িছাড়া করার জন্য একটি মহল ত্রাসের রাজত্ব কায়েম করে চলেছে। শুধু তাই নয়, একজন জনপ্রতিনিধির ইশারায় ও প্রত্যক্ষ মদদে ঐ মহলটি ভিন্নমুখী ষড়যন্ত্র চালিয়ে আসছে। ইতিপূর্বে টিএনটি অফিসের অবসরপ্রাপ্ত কর্মচারী ছয়শ্রী গ্রামের মোঃ আব্দুর রব প্রতিপক্ষ দুর্বৃত্তদের জোড়পূর্বক দখলে থাকা জমি ফেরতের দাবিতে হবিগঞ্জ ল্যান্ড সার্ভে ট্রাইবুন্যালে একটি মামলা করেন। অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী মোঃ আব্দুর রব প্রতিপক্ষদের ভয়ে এবং বয়সের ভারে ঘর থেকে বের হতে সাহস পাচ্ছেন না। এ সুযোগে প্রতিপক্ষরা তার পুত্র আব্দুল হালিমের বিরুদ্ধে উঠে পড়ে লেগেছে। গত ৩ অক্টোবর দিন দুপুরে প্রতিপক্ষরা হালিমের বেশ কয়েকটি হাঁস মেরে ফেলে। এর পূর্বে গাছ-গাছালি সহ মূল্যবান ফলের গাছ কেটে নিয়ে যায় । আব্দুর রবের পুত্র হালিমকে হত্যাসহ বাড়ি ছাড়ার হুমকি-দামকি দেওয়ার অভিযোগে হালিমের স্ত্রী রুবি আক্তার বাদী হয়ে হবিগঞ্জ বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে একই গ্রামের আব্দুল কাদির, আব্বাস উল্লাহ, আজিজ মিয়া, আব্দুল জলিলসহ ১০ জনের বিরুদ্ধে একটি মামলা করেন। মামলার পর থেকে প্রতিপক্ষরা হালিম সহ তার পরিবারের উপর বিভিন্ন প্রকার অত্যাচার শুরু করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। অভিযোগে জানা যায়, ইতিপূর্বে হালিমের বাড়ির রাস্তাঘাট বন্ধ করে দেওয়ায় হালিম প্রতিবাদ করলে গত ২২ আগস্ট দুপুরে হালিমের উপর হামলা চালালে প্রতিপক্ষের আক্রমনে তিনি আহত হয়ে, চুনারুঘাট হাসপাতালে ভর্তি হন। পরে তার স্ত্রী রুবি আক্তার বাদী হয়ে একই গ্রামের আব্দুল কাদির, আজিজ মিয়া, আব্দুল জলিলসহ বেশ কয়েকজনের বিরুদ্ধে চুনারুঘাট থানায় একটি মামলা দায়ের করেন। কিন্তু মামলা করে বেকায়দায় পড়েছেন সরকারি অবসরপ্রাপ্ত কর্মচারীর পরিবারের সদস্যরা। প্রতিপক্ষদের হামলা-মামলা, জবরদখল ও হুমকিতে দিশেহারা হয়ে পড়েছেন ঐ নিরীহ পরিবারটি। খোঁজ নিয়ে জানা যায়, স্থানীয় মুরুব্বিরা গ্রাম্য সালিশে বিষয়গুলো নিষ্পত্তি করার চেষ্টা করলেও হালিমের প্রতিপক্ষরা প্রভাবশালী হওয়ায় নিষ্পত্তি করা সম্ভব হচ্ছে না। বরং উল্টো হালিমকে বাড়িছাড়া করার পায়তারা করছে বলে অভিযোগ পাওয়া গেছে। এতে দিশেহারা হয়ে পড়েছেন আব্দুর রব ও তার পরিবার-পরিজন। এ বিষয়ে প্রশাসনকে এগিয়ে আসার জন্য জোর দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা।
Leave a Reply