স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জে ন্যাশনাল টি কোম্পানির (এনটিসি) ৫টি বাগানে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি ঘোষণা করেছেন শ্রমিকেরা। সোমবার (২১ অক্টোবর) সকাল ৮টার দিকে ৬ সপ্তাহের মজুরি বকেয়া থাকার কারণে এ কর্মবিরতি পালনের ঘোষণা করা হয়। যে ৫টি বাগানে কর্মবিরতি ঘোষণা করা হয়েছে সেগুলো হলো- জগদীশপুর চা বাগান, তেলিয়াপাড়া চা বাগান, চণ্ডীছড়া চা বাগান, সাতছড়ি চা বাগান, পারকুল চা বাগান।
প্রসঙ্গত, গত ৫ আগস্ট সরকার পতনের কারণে এনটিসি বাগানে চেয়ারম্যান পদ শূন্য রয়েছে। ফলে উক্ত বাগানের সমস্যা সমাধানের বিষয়ে জটিলতা রয়েছে। আগামী ২৮ অক্টোবর ঢাকায় এনটিসি বাগানগুলোর চেয়ারম্যান নির্বাচিত করা হবে, তখন বাগানের সমস্যা সমাধানে আসতে পারে বলে জানা যায়। মালিকপক্ষ চা শ্রমিকদের বকেয়া মজুরি পরিশোধ করলে তারা কাজে যোগদান করবেন বলে জানা গেছে।
Leave a Reply