নিজস্ব প্রতিনিধি ॥ ঢাকা-সিলেট মহাসড়কের বাদশা গেইট এলাকায় অভিযান চালিয়ে পিকআপসহ সাড়ে ৩ হাজার কেজি ভারতীয় চিনি জব্দ করেছে হাইওয়ে পুলিশ। এ সময় ফয়সল আহমেদ পলাশ (২০) নামের এক পাচারকারীকে আটক করা হয়। গত সোমবার রাতে হাইওয়ে থানার এসআই ইব্রাহিম আখন্দসহ একদল পুলিশ ওসির নির্দেশে ওই এলাকায় অভিযান চালিয়ে ৫০ কেজি করে ৭০ বস্তা চিনিসহ তাকে আটক করেন। এ সময় অন্য পাচারকারী পালিয়ে যায়। সে চুনারুঘাট উপজেলার আমকান্দি গ্রামের আব্দুল আওয়ালের পুত্র। পুলিশ বাদি হয়ে মামলা করেছে। গতকাল মঙ্গলবার আদালতের মাধ্যমে তাকে কারাগারে প্রেরণ করা হয়।
Leave a Reply