স্টাফ রিপোর্টার ॥ বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও টানা ৩ বারের নির্বাচিত হবিগঞ্জ পৌরসভার সাবেক মেয়র আলহাজ্ব জি কে গউছ বলেছেন- দেশ থেকে পালিয়ে গিয়ে ফ্যাসিষ্ট শেখ হাসিনা ভারতে বসে ষড়যন্ত্র করছে। প্রতিনিয়ত তার রেখে যাওয়া প্রশাসন ও আওয়ামীলীগের লোকজন সমস্যা সৃষ্টি করছে। কিন্তুু বাংলাদেশের জনগণ আওয়ামীলীগের কোনো যড়যন্ত্র বাস্তবায়ন হতে দিবে না। তিনি গতকাল রবিবার সকাল ১১টায় পৌর মাঠে হবিগঞ্জ জেলা যুবদলের ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। যুবদলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে এই ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়। জি কে গউছ আরও বলেন- বিগত ১৬টি বছর যুবদল সহ বিএনপির সকল স্থরের নেতাকর্মী প্রকাশ্যে কোন মানুষের পাশে দাঁড়াতে পারে নাই। কিন্তুু ইতিহাস কাউকে ছাড় দেয় না। আওয়ামীলীগ যেভাবে মানুষের উপর জুলুম নির্যাতন করেছে দেশের মানুষ তার সমুচিত জবাব দিয়েছে। দিনব্যাপি মেডিকেল ক্যাম্পে হাজারো মানুষ চক্ষু ও মেডিসিন সহ সাধারণ রোগের চিকিৎসা প্রদান করা হয়। হবিগঞ্জ জেলা যুবদলের আহ্বায়ক জালাল আহমেদের সভাপতিত্বে ও সদস্য সচিব সফিকুর রহমান সিতু’র পরিচালনায় অনুষ্ঠিত উদ্বোধনী সভায় বক্তব্য রাখেন হবিগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান চৌধুরী, হাজী এনামুল হক, এডভোকেট কামাল উদ্দিন সেলিম ও আব্বাস উদ্দিন, জেলা বিএনপির সদস্য এম জি মুহিত, সদর উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আজিজুর রহমান কাজল, পৌর বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক নরুল ইসলাম নানু, জেলা সেচ্ছাসেবক দলের আহ্বায়ক সৈয়দ মুশফিক আহমেদ, সদস্য সচিব এমদাদুল হক এমরান, জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক রুবেল আহমেদ চৌধুরী ও মিজানুর রহমান সুমন, জেলা মহিলা দলের সভাপতি এডভোকেট ফাতেমা ইয়াসমিন, জেলা কৃষক দলের সদস্য সচিব মফিজুর রহমান বা”চু, জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক গোলাম মাহবুব প্রমুখ।
Leave a Reply