স্টাফ রিপোর্টার ॥ আজমিরীগঞ্জ উপজেলার নোয়াগড় গ্রামের চাঞ্চল্যকর হত্যা মামলার পরোয়ানাভুক্ত আসামী উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আক্তার হোসেন (৩৫) কে গ্রেফতার করেছে র্যাব। গতকাল সোমবার বিকেলে র্যাব-৯ এর সহকারী পুলিশ সুপার গোলাম কিবরিয়ার নেতৃত্বে একদল সদস্য হবিগঞ্জ শহরের স্টাফ কোয়ার্টার এলাকা থেকে তাকে গ্রেফতার করে। রাতে তাকে সদর থানায় সোপর্দ করা হয়।
র্যাব-৯ জানায়, আক্তার হোসেন ২০২১ সালের হত্যা মামলার পলাতক আসামী। সে দীর্ঘদিন পলাতক ছিল। আজ মঙ্গলবার তাকে কোর্টে পাঠানো হবে বলে জানানো হয়।
Leave a Reply