স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাটে মামলা পরিচালনা করায় আইনজীবি সহকারীকে পিটিয়ে আহত করেছে প্রতিপক্ষের লোকজন। গুরুতর আহত অবস্থা তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয়রা জানান, গত সোমবার বিকেলে আইনজীবী সহকারী আক্তার হোসেন মোটরসাইকেল যোগে বাড়িতে যাওয়ার পথে কালেঙ্গা সড়কের চামতলি এলাকায় পৌছা মাত্রই আগে থেকে উতপেতে থাকা লালকেয়ার গ্রামের হরন আলী,হাছন আলী,আলাউদ্দিনের নেতৃত্ব একদল লোক তাকে পিটিয়ে গুরুতর আহত করে। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। এ ঘটনার পর থেকেই আইনজীবী সহকারীদের মধ্যে ক্ষোভ বিরাজ করছে।
Leave a Reply