স্টাফ রিপোর্টার ॥ শায়েস্তাগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়কে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে অন্তত ২৫ জন। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টায় শায়েস্তাগঞ্জের নূরপুর এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে। নিহতরা হল- বাস চালক রাজু মিয়া (৩৫) ও ট্রাক চালক আজিজুল হক (৪০)।
শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম মাহমুদুল হক জানান, ঢাকা থেকে সিলেটগামী সাকিন পরিবহনের একটি বাস অপর একটি গাড়িকে ওভারটেক করতে গিয়ে বিপরীত দিক থেকে আসা ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে গাড়ি দুইটির সামনের অংশ দুমড়ে মুছড়ে যায়। দুর্ঘটনাস্থলেই ট্রাক চালক আজিজুল হক নিহত হন। তবে চিকিৎসাধীন অবস্থায় হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে বাস চালক রাজু মিয়া মারা যান।
Leave a Reply