বৃহস্পতিবার, ১৭ Jul ২০২৫, ০৯:০৫ পূর্বাহ্ন

একই নম্বরে হবিগঞ্জ শহরে চলে একাধিক টমটম, আটক দুই

একই নম্বরে হবিগঞ্জ শহরে চলে একাধিক টমটম, আটক দুই

স্টাফ রিপোর্টার ॥  একই নম্বরে হবিগঞ্জ শহরে দুই ও তিন টমটম চলাচল নতুন কিছু নয়। আরও আগেও অভিযান চালিয়ে এসব টমটম আটক করা হয়েছে। কোনভাবেই এদের লাগাম টানা যাচ্ছে না। ফলে এক নম্বর দিয়ে কতিপয় চালক ও মালিক থানায় জিডি করে একাধিক টমটম চালাচ্ছে।
গত রবিবার পৌরসভার স্বেচ্ছাসেবক ও টমটম শ্রমিকদের অভিযানে একই নম্বরের দুইটি টমটম আটক করা হয়েছে। তবে আটক টমটমের চালকরা পালিয়ে গেছে।
জানা যায়, শহরে অবৈধ টমটম ও গ্যারেজ এর কারণে যানজটসহ বিদ্যুৎ বিভ্রাট বৃদ্ধি পেয়েছে। অবৈধ টমটম ও গ্যারেজের বিরুদ্ধে বিদ্যুৎ অফিসের কোন অভিযান পরিচালিত না হওয়ায় দিন দিন তাদের সংখ্যা বেড়েই চলেছে। যার ফলে সরকার মাসে লাখ লাখ টাকার রাজস্ব হারাচ্ছে। এ ব্যাপারে হবিগঞ্জ পৌরসভা থেকে জানানো হয়েছে অবৈধ টমটমের বিরুদ্ধে অভিযান চলবে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2024 DailyBijoyerProtiddhoni
Design & Developed BY ThemesBazar.Com