স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাট উপজেলার ১নং গাজীপুর ইউনিয়নের বালুর মহাল থেকে ওসি নজরুল ইসলামের নাম ভাঙ্গিয়ে আসামপাড়ার বিশিষ্ট ব্যবসায়ী সুজাত ভুইয়ার কাছ থেকে ২ লাখ টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ উঠেছে ৫নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন কবিরের বিরুদ্ধে। এ বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এ নিয়ে চুনারুঘাটে শুরু হয় নানা জল্পনা কল্পনা।
গতকাল সোমবার বিকেলে দেলোয়ার হোসেন কবিরকে থানায় আটক করে নিয়ে আসে পুলিশ। এ ব্যাপারে ওসি নজরুল ইসলামের সাথে যোগাযোগ করা হলে তিনি আটকের বিষয়টি স্বীকার করেন।
ব্যবসায়ী সুজাত ভূইয়া জানান, ‘গত ২৫ নভেম্বর বিএনপি নেতা কবির আমাকে ফোন দিয়ে জানায় ওসি স্যার আপনার সাথে দেখা করার জন্য আসতেছে। তখন আমার কাজ থাকায় হবিগঞ্জ চলে আসি। পরবর্তীতে আমার প্রতিনিধি চুনারুঘাট থানায় পাঠাই। তখন কবির ক্ষিপ্ত হয়ে উঠে। এ সময় সে আমাকে মুঠোফোনে হুমকী দিয়ে বলে, বিদেশ যাবেন কি না বাংলাদেশেই থাক থাইন। আমি ভয় পেয়ে বলি কি করতে হবে। তখন কবির বলেন, ২ লাখ টাকা দিয়াদেন বালুর মহাল নিয়া আর কোন ঝামেলা হবে না। পরবর্তীতে আমার বালু মহালের ম্যানেজার জানু মিয়াকে বলি কবিরকে ২ লাখ টাকা দেয়ার জন্য’।
Leave a Reply