মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুর উপজেলার শাহজাহানপুর ইউপি চেয়ারম্যান পারভেজ হোসেন চৌধুরীর বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ উঠেছে। শুয়াইব আহমদ আশ্রাফী নামে এক ইসলামী বক্তার ফেসবুক লাইভ ভাইরাল হয়েছে। ভিডিওটি এক ঘণ্টার ব্যবধানে ২ লাখ ভিউ হয়েছে। ঘটনাটি উপজেলাসহ সারা দেশে চাঞ্চল্য সৃষ্টি করেছে। গতকাল সোমবার (৬ জানুয়ারি) দুপুরে শুয়াইব আহমদ আশ্রাফী তার ফেসবুক লাইভে বলেন, আমার জামিয়া মদীনাতুল উলুম আশরাফিয়া মাদরাসার, মাঠ ভরাটের জন্য আমার একজন ভক্ত তার জমি থেকে মাটি দান করছেন। আমি মাটি নিয়ে যাওয়ার সময় ইউপি চেয়ারম্যান পারভেজ চৌধুরী তার লোকজন দিয়ে চাঁদা দাবি করেন। চাঁদা না দেয়ায় গাড়ি আটক রেখেছে তারা। দেশবাসী দেখুন। এই অন্যায়ের বিচার করুন।
আগেও আমি পারভেজ হোসেন চৌধুরীর চাঁদাবাজির শিকার হয়েছি। তিনি ফেসবুক লাইভে দেশবাসীসহ আইনশৃঙ্খলা বাহিনীর দৃষ্টি আকর্ষণ করেন। শাহজাহানপুর ইউপির চেয়ারম্যান পারভেজ হোসেন চৌধুরীর সাথে যোগাযোগ করা হলে জানান, আমি তো ঘটনাস্থলেই ছিলাম না। এছাড়া সম্পদপুর মৌজায় আমার বালুর লিজ রয়েছে। ফসলী জমি থেকে মাটি কাটা আইনসঙ্গত নয়। এরপরেও বিষয়টি আমি খোঁজ নিয়ে দেখছি। যোগাযোগ করা হলে সংশ্লিষ্ট এলাকার ভূমি অফিসের তহসীলদার সোহেল মিয়া জানান, সম্পদপুর মৌজায় সরকারি নদীতে লিজ রয়েছে। মাটি কাটার উপরে কোন লিজ নেই। ইউপি চেয়ারম্যান বা তার লোকজনের এটি আটকানোর এখতিয়ারও রাখেন না। শুয়াইব আহমদ আশ্রাফী জানান, আমি মাধবপুর ইউএনও সাহেবকে ঘটনাটি অবহিত করলে তিনি কোন সহযোগিতা করেননি। এখন ইউপি চেয়ারম্যান পারভেজ হোসেন চৌধুরী ও তার লোকজনের দ্বারা আমি ক্ষতিগ্রস্থ হওয়ার আশংকা করছি। বিষয়টি দেশবাসিকে জানিয়ে রাখলাম।
Leave a Reply