স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ উপজেলার ইসলালী ব্যাংকের ম্যানেজারের বিরুদ্ধে গ্রাহকের সাথে দুর্ব্যবহার ও অশালীন আচরণের অভিযোগ উঠেছে। এমন অভিযোগ করেছেন ফাতেমা আক্তার নামে স্থানীয় এক স্কুল শিক্ষিকা। ব্যাংকে লেনদেন সংক্রান্ত কাজে ব্যাংকে গেলে ম্যানেজার আঃ আলীম তার সাথে খারাপ আচরণ করেন বলে অভিযোগে উল্লেখ করেন ওই শিক্ষিকা। তিনি আরও জানান, ম্যানেজারের কাছে একটি নতুন বছরের ক্যালেন্ডার চাইলে তিনি ক্ষেপে গিয়ে খারাপ আচরণ করে। অভিযোগ সূত্রে জানা গেছে, একটি চেক বই উত্তোলনের জন্য গত ১৩ জানুয়ারী সকালে ইসলামী ব্যাংকে যান ফাতেমা আক্তার। এ সময় ম্যানেজার আঃ আলীমকে সমস্যার কথা জানান। শরণাপন্ন হন তিনি। তবে ম্যানেজার আঃ আলীম চরমভাবে অপমান করেন ও ক্যালেন্ডার চাইলে তিনি ক্ষেপে গিয়ে অশালীন কথাবার্তা বলেন। এক পর্যায়ে ম্যানেজার তাকে বলেন, ক্যালেন্ডার চাওয়ার আপনার অধিকার নাই। ব্যাংকে এসে কৈফিয়ত চান? এ সময় ম্যানাজার ও শিক্ষিকার ভিডিও সোস্যাল মিডিয়ার ছড়িয়ে দিলে নিমিষেই ভিডিওটি ভাইরাল হয়। অনেক এ ভিডিও দেখে সমালোচনা করেন ম্যানাজারকে নিয়ে। এক গ্রাহক হামিদুল হক জানান, ম্যানেজার আঃ আলীম প্রতিদিনই গ্রাহকের সাথে এমন খারাপ আচরণ করেন। চেক নিয়ে আসার সাথে সাথে টাকা উত্তোলন করতে পারছে না গ্রাহকরা এতে ব্যাংকটিতে গ্রাহকের সংখ্যা কমছে। এমন দুর্নীতিবাজ কর্মকর্তাদের বিচারের আওতায় না আনলে এর সুফল মানুষ পাবে না গ্রাহকরা। একই অভিযোগ করেছেন রিয়াদ নামে আরেক ভুক্তভোগী।
Leave a Reply