আজমিরীগঞ্জ প্রতিনিধি ॥ আজমিরীগঞ্জে নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেটসহ ফারুক মিয়া (২৫) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। আটককৃত মাদক কারবারি ফারুক মিয়া কিশোরগঞ্জ জেলার মিঠামইন উপজেলার কৈশর গ্রামের হাফিজ উদ্দিন মিয়ার পুত্র। বৃহস্পতিবার রাতে পৌর এলাকার লঞ্চ টার্মিনাল সংলগ্ন এলাকার কালনী-কুশিয়ারা নদীর তীর থেকে মাদকসহ তাঁকে আটক করা হয়। পুলিশ সুত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে আজমিরীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) জিয়াউল করিমের নেতৃত্বে একদল পুলিশ লঞ্চ টার্মিনাল এলাকার কালনী-কুশিয়ারা নদীর তীরে মাদক বিরোধী অভিযান চালিয়ে ফারুকের দেহ তল্লাশী করে ৫০ পিস নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেটসহ আটক করা হয়। স্থানীয়রা জানান, আজমিরীগঞ্জ সদরের বাজার সংলগ্ন এলাকায় বিভিন্ন স্পটে চোলাইমদ, গাঁজা ও নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেট বিক্রি হচ্ছে। এতে এলাকার যুব সমাজ ধ্বংসের দ্বারপ্রান্তে। আইনশৃংখলা বাহিনী কঠোর হস্তে দমনের দাবি জানান এলাকার সচেতন মহল।
আজমিরীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) এবিএম মাঈদুল হাছান আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, আটককৃতের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে।
Leave a Reply