স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের উত্তর শ্যামলী এলাকায় লিফলেট বিতরণকালে আইনজীবী ও আওয়ামী লীগ নেতা মোহাম্মদ শামীম আহমেদকে আটক করেছে বৈষম্যবিরোধী ছাত্র জনতা। পরে উত্তম মধ্যম দিয়ে তাকে সদর থানায় সোপর্দ করা হয়। গতকাল শনিবার রাত ১০টায় এ ঘটনা ঘটে।
জানা যায়, উচাইল শান্তিসা গ্রামের এবং বর্তমানে উত্তর শ্যামলী এলাকার বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালেকের পুত্র ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ শামীম আহমেদ আওয়ামী লীগের লিফলেট বিতরণকালে বৈষম্যবিরোধী আন্দোলনের ছাত্রজনতা তাকে আটক করে। এ সময় তিনি উ”চস্বরে বলেন, আওয়ামী লীগ করি, কি হয়েছে? আওয়ামী লীগ তো নিষিদ্ধ দল নয়। লিফলেট বিতরণ করবই। এতে ছাত্রজনতা তাকে উত্তম-মধ্যম দিয়ে আটক করে সদর থানায় খবর দিলে পুলিশ গিয়ে তাকে আটক করে থানায় নিয়ে আসে। এর আগে আওয়ামী লীগ সরকারের সময় জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টের এপিপি ছিলেন তিনি।
এ বিষয়ে সদর থানার ওসি আলমগীর কবির জানান, অতিরিক্ত পুলিশ সুপারসহ তাকে জিজ্ঞাসাবাদ করা হ”েছ। জিজ্ঞাসাবাদ শেষে তার বিরুদ্ধে আইনগত ব্যব¯’া নেয়া হবে। তবে তার কাছ থেকে বেশকিছু লিফলেট উদ্ধার করা হয়েছে।
Leave a Reply