বাহুবল প্রতিনিধি ॥ বাহুবলে দৌলতপুর গ্রামের আলোচিত তাজুল ইসলাম হত্যা মামলার এজাহারভুক্ত আসামী মাসুক মিয়াকে র্যাব ও পুলিশের যৌথ অভিযানে গ্রেপ্তার করা হয়েছে। গত বৃহস্পতিবার দিবাগত রাত ৩ টার দিকে বাহুবলের সীমান্তবর্তী লস্করপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত মাসুক মিয়া(৩৫) দৌলতপুর গ্রামের মৃত খালেক মিয়ার ছেলে। বিষয়টি নিশ্চিত করে মামলার তদন্ত কর্মকর্তা বাহুবল মডেল থানার এসআই সনত দেব। মামলার বিবরণে জানা যায়, ২০২৪)সালের ৯ অক্টোবর রোজ বুধবার উপজেলার ৭নং ভাদেশ^র ইউনিয়নের দৌলতপুর গ্রামে কবরস্থানে জোরপূর্বক ঘাস কাটা ও গরু ছাগল চড়ানো নিয়ে প্রতিপক্ষের ফিকলের আঘাতে তাজুল ইসলাম (৪২) নিহত হয়। এ ঘটনায় তাজুল ইসলামের ভাই সাইদুল ইসলাম ৯ জনকে আসামী করে বাহুবল মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
মামলা দায়েরের পর কয়েকজন জামিনে আসলেও মাসুক মিয়াসহ কয়েকজন আসামী আত্মগোপনে চলে যায়। বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব ও পুলিশ যৌথ অভিযান চালিয়ে মাসুক মিয়াকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।
Leave a Reply