বাহুবল প্রতিনিধি ॥ বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় শুরা সদস্য ও সিলেট মহানগরীর সেক্রেটারি মোঃ শাহজাহান আলী ফ্যাসিষ্ট শেখ হাসিনার অপশাসন ও জুলুম-নির্যাতনের তথ্য তুলে ধরে বলেছেন, দূর্নীতিতে যে নিমজ্জিত হয় সে ধ্বংস হয়ে যায়। বিগত ১৬ টি বছর আমাদেরকে কথা বলতে দেয়া হয়নি। কিন্তু জামায়াতের প্রতি নেতাকর্মী সকল জুলুম নিপিড়ন উপেক্ষা করে ইসলামী আন্দোলনকে বিজয়ের দিকে নিয়ে যাচ্ছে। কর্মীদের সুদৃঢ বিশ্বাস জামায়াতের মধ্যে অসাধারণ। শাহজাহান আলী বলেন, নেতৃত্বের প্রতি আনুগত্য থাকলে কেউ দমাতে পারবে না। আমাদের এই প্রিয় জন্মভূমির প্রতি আল্লাহর রহমত রয়েছে। শুক্রবার রাত ৮টায় বাহুবল উপজেলার মিরপুর ইউনিয়ন জামায়াতের অফিস উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতি মোঃ হারুনুর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী ও সাধারণ সভায় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন শ্রমিক কল্যাণ ফেডারেশনের জেলা সভাপতি কাজী আব্দুর রউফ বাহার, বাহুবল উপজেলা জামায়াতের সভাপতি ডাঃ সিরাজুল ইসলাম, সেক্রেটারি মাস্টার হাবিবুর রহমান, ওলামা বিভাগের সভাপতি মাওলানা লুৎফুর রহমান, উপজেলা শ্রমিক কল্যান ফেডারেশনের সভাপতি আব্দুল আহাদ ইবনে মালেক, ছাত্র শিবিরের সাবেক জেলা সভাপতি মীর জমিলুন্নবী ফয়ছল প্রমুখ। অনুষ্ঠানের উপস্থাপনায় ছিলেন ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি মোঃ হাফিজুর রহমান মাসুক। পরে মুনাজাতের মাধ্যমে অফিসের উদ্বোধন হয়।
Leave a Reply