স্টাফ রিপোর্টার ॥ শায়েস্তাগঞ্জের হবিগঞ্জ কেন্দ্রীয় বহুমুখী সমবায় সমিতির দোকান কোঠা দখল করায় সমিতির সভাপতি শেখ ফরিদ মিয়াকে হত্যার হুমকী দেয়ার অভিযোগ উঠেছে। উপজেলার নিশাপট গ্রামের ভূমিখেকো মোঃ হারুনুর রশীদ ও তার লোকজন এ হত্যার হুমকী দিচ্ছেন বলেন জানান শেখ ফরিদ মিয়া। এতে তিনি চরম নিরাপত্তাহীনতায় ভোগছেন।
উল্লেখ্য, উপজেলার নিশাপট গ্রামের ভূমিখেকো মোঃ হারুনুর রশীদ উপজেলার পৌর শহরে হাসপাতাল সড়কে হবিগঞ্জ কেন্দ্রীয় বহুমুখী সমবায় সমিতির দোকান কোঠা দখল করায় সমিতির সভাপতি শেখ ফরিদ মিয়া বাদী হয়ে হবিগঞ্জ জেলা ম্যাজিস্টেট আদালতে মামলা রুজু করেন। ফৌজদারী কার্যবিধি ১৪৪ ধারায় হবিগঞ্জ কেন্দ্রীয় বহুমুখী সমবায় সমিতি লিমিটেড এর পক্ষে রায় দেন আদালত। রায় দেয়ার পর ভূমি খেকো মোঃ হারুনুর রশীদ উচ্চ আদালতে আপীল করে। মামলাটি চলমান থাকা অবস্থায় গত ৬ আগস্ট ভূমি খেকো মোঃ হারুনুর রশীদসহ একটি সংঘবদ্ধ বাহিনী সরকারি সম্পদ হবিগঞ্জ কেন্দ্রীয় বহুমুখী সমবায় সমিতি লিমিটেড এর চার সাটার দোকান ঘরে জোর পূর্বকভাবে তালা ভেঙ্গে প্রবেশ করে মূল্যবান মালামালসহ জরুরি কাগজপত্র নিয়ে গেছে। এ ব্যাপারে প্রশাসনের দৃষ্টি কামনা করছেন সংশ্লিষ্টগণ।
Leave a Reply