স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাট উপজেলা প্রশাসনের জারি করা ১৪ নির্দেশনা বাস্তবায়নের অপেক্ষায় একটি পৌরসভা ও ১০টি ইউনিয়নের সাড়ে ৪ লাখ নাগরিক। কবে থেকে এ নির্দেশনাগুলো বাস্তবায়ন হবে এমন অপেক্ষার প্রহর গুনছেন চুনারুঘাট উপজেলাবাসী। এসব নির্দেশনা জানিয়ে গত বৃহস্পতিবার বিকেলে মাইকিং করে উপজেলা প্রশাসন। ১৪ নির্দেশনা বাস্তবায়নের লক্ষ্যে ১০ ফেব্রুয়ারী সোমবার পরিবহন সংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে মতবিনিময় করেছেন উপজেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী। ১৪ নির্দেশনার মধ্যে রয়েছে রাস্তার উপর অথবা ফুটপাতে অবৈধ স্থাপনা থাকবে না। সিএনজি, অটোরিকশা, টমটম ও মিশুক বাজারের বাইরে অবস্থান করবে। মানুষ ও মালামাল উঠানামা ব্যতীত যাত্রী পরিবহনগুলো বাজারের ভিতরে অবস্থান করতে পারবে না। প্রত্যেক দোকানদার, মার্কেট মালিক ও ব্যবসায়ী সমিতি তাদের ব্যবসা প্রতিষ্ঠানের সামনে সিএনজি, অটোরিকশাসহ অন্যান্য যানবাহন দাড়ানোর জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে। পিকআপ ও কাভার্ড ভ্যানসহ বড় গাড়ী সকাল ৯টা থেকে রাত ১০টা পর্যন্ত চুনারুঘাট বাজারের ভিতর প্রবেশ করতে পারবে না। যাবতীয় লোড-আনলোড রাত ৮টা থেকে সকাল ৮টার মধ্যে সম্পূর্ণ করতে হবে। প্রশাসনের অনুমতি ব্যতীত মাটি কিংবা বালু তোলা ও পরিবহন করা যাবে না। বালু বহনকারী ট্রাক সকাল ৭টা থেকে সকাল ১০টা এবং বিকাল ৩টা থেকে বিকাল ৫টা পর্যন্ত শহরের ভিতর দিয়ে চলাচল করতে পারবেনা। ত্রিপল ছাড়া কোনো বালুবাহী ট্রাক চলাচল করতে পারবে না। প্রশাসনের অনুমতি ছাড়া কোন গান বাজনার আসর বসানো যাবে না। বিনা প্রয়োজনে রাত ১২টার পর চুনারুঘাট শহরে বা রাস্তায় চলাচল করা যাবে না। লাইসেন্স ব্যতীত অটোরিকশা, টমটম ও মিশুক পৌরসভাসহ ইউনিয়নে চলাচল করতে পারবে না। ফার্মেসী, ক্লিনিক, হাসপাতাল ও হোটেল ব্যতীত সকল দোকানপাট রাত ১২টার পর বন্ধ থাকবে। মোটর সাইকেল লাইসেন্স ও হেলমেট ব্যতীত ও দুইজনের অধিক চলাচল করতে পারবে না। এসব নির্দেশনা সমূহ কেউ অমান্য করলে আইন শৃঙ্খলা বাহিনী কর্তৃক কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে মর্মে মাইকিং করে জানিয়ে দেয়া হয়েছে। এসব নির্দেশনা দেয়ার চারদিন পর চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাকক্ষে পরিবহন শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দকে নিয়ে মতবিনিময় করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রবিন মিয়ার সভাপতিত্বে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন সেনাবাহিনীর ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন তাজওয়ার, চুনারুঘাট থানা অফিসার ইনচার্জ মোঃ নুর আলম, চুনারুঘাট পৌরসভার সাবেক মেয়রসহ বিভিন্ন স্তরের কর্মকর্তাবৃন্দ। এ প্রসঙ্গে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রবিন মিয়া বলেন, মতবিনিময় সভা থেকে পরিবহন নেতৃবৃন্দরা দুইদিনের সময় নিয়েছেন। দুইদিন পর থেকে সকল নির্দেশনা বাস্তবায়নে যৌথ বাহিনীর সহযোগিতায় উপজেলা প্রশাসন কাজ শুরু করবে। এতে করে ১৪ নির্দেশনা বাস্তবায়ন হলে চুনারুঘাটবাসী সহ ভুক্তভোগীরা পরিত্রাণ পাবে বলে আশা করা যাচ্ছে।
Leave a Reply