স্টাফ রিপোর্টার ॥ জুলাই আগষ্টের বিপ্লবে হবিগঞ্জ শহরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উপর হামলায় জড়িতরা নবীগঞ্জের শহরতলীসহ স্ব-স্ব এলাকায় ঘুরে বেড়াচ্ছে। সম্প্রতি, ডেভিল হান্ট অপরাশনে উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কাজী হেলাল গ্রেফতার হলেও, আওয়ামী লীগ নেতা মহিবুর রহমানসহ অন্যান্য নেতাকর্মীরা নবীগঞ্জে তাদের নিজ নিজ এলাকায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে।
জানা যায়, জুলাই বিপ্লবকে প্রতিহত করতে গত ৪ আগস্ট হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সংসদ সদস্য আবু জাহিরের ডাকে নবীগঞ্জ উপজেলা থেকে হবিগঞ্জে অংশগ্রহণকারীদের মধ্যে অন্যতম ছিলেন স্থানীয় আওয়ামী লীগ নেতা মহিবুর রহমান, বাদশা মিয়া ও কৌছর মিয়া। কিন্তু, তারা এলাকায় প্রকাশ্যে ঘুরে বেড়ালেও গ্রেফতার না হওয়ায় তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে জনমনে।
জুলাই-আগষ্ট বিপ্লবে নবীগঞ্জ থেকে হবিগঞ্জে অংশগ্রহণ করে যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জনতার ওপর আক্রমণ করে রাজপথ রক্তাক্ত করেছিল, তাদের গ্রেফতার করে আইনি ব্যবস্থা নেওয়ার দাবিতে মুখর স্থানীয় সচেতন মহল ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ।
এ বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কার্যকর পদক্ষেপের দিকে তাকিয়ে রয়েছে সাধারণ শান্তি প্রিয় জনতা।
Leave a Reply