স্টাফ রিপোর্টার ॥ ২৮ বস্তা ভারতীয় চিনিসহ ৩ পাচারকারীকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। এ সময় দুটি নম্বর বিহীন টমটম অটোরিক্সা জব্দ করা হয়। গতকাল বুধবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে হবিগঞ্জ সদর থানা এলাকার ৩নং পুল এলাকার হবিগঞ্জ নসরতপুর বাইপাস সড়কে অভিযান চালিয়ে এসব চিনি জব্দ করা হয়। আটককৃতরা হল- হবিগঞ্জ সদর উপজেলার তেঘরিয়া গ্রামের মৃত আজমান উল্লার পুত্র রাহাত মিয়া (২৫), ভাদৈ এলাকার আব্দুল মিয়ার পুত্র লায়েছ মিয়া (৩০) ও লাখাই উপজেলার বুল্লা গ্রামের জিয়া উদ্দিনের পুত্র শিপন মিয়া (৩০)।
হবিগঞ্জ জেলা গোয়েন্দা শাখা ডিবি’র (এসআই) রিপন সিংহ জানান, আমরা গোপন সংবাদের ভিতিতে জানতে পারি যে হবিগঞ্জ নসরতপুর বাইপাস সড়ক দিয়ে একদল পাচারকারি চিনি পাচার করছে। এরই প্রেক্ষিতে সেখানে অভিযান চালিয়ে দুইটি টমটম অটোরিক্সা আটক করে ২৮ বস্তা অবৈধ ভারতীয় চিনি জব্দ করা হয়। এসময় আটক করা হয় ৩ পাচারকারীকে। রিপন সিংহ বলেন, চিনি শুল্ক ফাঁকি দিয়ে অবৈধ ভাবে চোরাইপথে বাংলাদেশে এনে ভারতীয় বস্তা পরিবর্তন করে দেশীয় ফ্রেস এর বস্তায় ঢুকিয়ে পাচার করছিল চক্রটি। প্রতিটি বস্তায় ৫০ কেজি করে চিনি ছিল।
Leave a Reply