স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাট উপজেলা সাব-রেজিস্ট্রার আব্দুস সোবহান কে বদলি করা হয়েছে। গত বুধবার (১৯ ফেব্রুয়ারি) আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মোহম্মদ আযিযুর রহমান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, বদলিকৃত সাব-রেজিস্ট্রারদের আগামী ২৪ ফেব্রুয়ারির মধ্যে বর্তমান দায়িত্বভার অর্পণ করে বদলি করা কর্মস্থলে যোগদান করার জন্য নিবন্ধন মহাপরিদর্শককে অনুরোধ করা হলো। জনস্বার্থে এ আদেশ জারি করা হলো বলেও উল্লেখ করা হয় প্রজ্ঞাপনে। বদলিকৃতরা হলেন- মৌলভীবাজার জেলার রাজনগরের সাব-রেজিস্ট্রার রোকসানা আহাম্মদ ও চুনারুঘাট উপজেলা সাব-রেজিস্ট্রার আব্দুস সোবহান। রোকসানা আহাম্মদকে দিনাজপুরের কাহারোলে ও আব্দুস সোবহানকে চট্রগ্রামের সদর রেকর্ড রুমে বদলি করা হয়েছে।
Leave a Reply