স্টাফ রিপোর্টার ॥ গণঅভ্যুত্থানে আহত ও নিহতদের তিপূরণ গণহত্যার বিচারসহ সামগ্রিক প্রোপটে পাঁচ দফা দাবিতে বিক্ষোভ সমাবেশ ও গণমিছিল করেছে হবিগঞ্জ জেলা গণঅধিকার পরিষদ। গতকাল দুপুর ১২টায় ঈদগাহ ময়দান থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদণি শেষে কোর্ট মসজিদ এলাকায় সমাবেশে মিলিত হয়। জেলা গণঅধিকার পরিষদের সভাপতি ও ক্রেন্দ্রীয় উচতর পরিষদ সদস্য, আলহাজ্ব এডঃ চৌধুরী আশরাফুল বারী নোমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় গণঅধিকার পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক আবুল হোসেন জীবন। বক্তব্য রাখেন জেলা গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নজরুল ইসলাম খান, যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল মালেক হৃদয়, মানবাধিকার বিষয়ক সম্পাদক প্রকৌশলী মোঃ আতাউর রহমান রাসেল, ছাত্র অধিকার পরিষদর সাবেক সভাপতি মোঃ রাসেল আহাম্মদ, যুব অধিকার পরিষদের সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ সায়মন আহাম্মদ, গণঅধিকার পরিষদ হবিগজ্ঞ সদর উপজেলা শাখার সাবেক যুগ্ম আহব্বায়ক মৌলানা ফরিদ আহাম্মদসহ ছাত্র, যুব, শ্রমিক অধিকারের জেলা ও উপজেলার নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। বক্তারা বলেন, গণঅভ্যুত্থানে যারা আহত ও নিহত হয়েছে তাদের আর্থিক সহযোগিতাসহ চিকিৎসা নিশ্চিত করতে হবে। স্বৈরাচারী শেখ হাসিনাকে ভারত থেকে নিযে এসে বিচার করতে হবে। পাশাপাশি আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে।
Leave a Reply