স্টাফ রিপোর্টার ॥ যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৫ পালন করা হয়েছে। ভাষা শহীদদের স্মরণে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ প্রভাত ফেরী ও আলোচনা সভার আয়োজন করে। গত শুক্রবার (২১ ফেব্রুয়ারি) সকাল ৮ টায় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন-১ প্রাঙ্গণে কালো ব্যাজ ধারণের মাধ্যমে কর্মসূচির সূচনা হয়। এরপর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দের অংশগ্রহণে আয়োজিত প্রভাত ফেরী ক্যাম্পাস প্রদক্ষিণ করে। প্রভাত ফেরী শেষে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন উপাচার্য অধ্যাপক ড. সৈয়দ সায়েম উদ্দিন আহম্মদ। পুষ্পস্তবক অর্পণের সময় বিভিন্ন বিভাগের চেয়ারম্যানবৃন্দ, অন্যান্য শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। সকাল ৯:৩০ টায় ‘বাংলা ভাষার মর্যাদা ও আন্তর্জাতিক মাতৃভাষার গুরুত্ব’ শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সৈয়দ সায়েম উদ্দিন আহম্মদ। প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, ‘২১শে ফেব্রুয়ারি শুধু বাঙালির নয়, এটি আজ বিশ্বব্যাপী ভাষার অধিকার রক্ষার প্রতীক। আমাদের মাতৃভাষার প্রতি যথাযথ সম্মান প্রদর্শন করতে হবে এবং উচ্চশিক্ষা ও গবেষণা বাংলা ভাষায় পরিচালনা করার উপর গুরুত্ব দিতে হবে’। অনুষ্ঠানে বক্তারা আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের গুরুত্ব, ভাষা আন্দোলনের ইতিহাস ও বাংলা ভাষার সমৃদ্ধি সম্পর্কে গুরুত্বপূর্ণ আলোচনা করেন।
Leave a Reply