বুধবার, ২১ মে ২০২৫, ১২:২৮ পূর্বাহ্ন

অন্তবর্তী সরকার গণঅভ্যূত্থানের আকাড়খা বাস্তবায়ন করতে সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে-কমরেড খালেকুজ্জামান

অন্তবর্তী সরকার গণঅভ্যূত্থানের আকাড়খা বাস্তবায়ন করতে সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে-কমরেড খালেকুজ্জামান

বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদের উপদেষ্টা কমরেড খালেকুজ্জামান বলেছেন, দেশে আইন-শৃংখলা পরিস্থিতি শোচনীয়ভাবে ভেঙে পড়েছে। ঘন্টায় ১৮টা ধর্ষণের ঘটনা ঘটে গেল। নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য এখন আকাশচুম্বী। ঢাকা শহরে প্রকাশ্যে ছিনতাইয়ের ঘটনা বেড়েছে আশঙ্কাজনকভাবে। সব মিলিয়ে অন্তবর্তীকালীন সরকার গণঅভ্যূত্থানের আকাঙ্খা বাস্তবায়ন করতে সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে। গতকাল সোমবার বিকাল ৫টায় স্থানীয় একটি রেস্টুরেন্টে বাসদ হবিগঞ্জ জেলা শাখা আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি একথা বলেন। হবিগঞ্জ জেলা বাসদ সমন্বয়ক কমরেড এডভোকেট জুনায়েদ আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরও বক্তব্য রাখেন- বাসদ কেন্দ্রীয় কমিটির সম্পাদনমন্ডলীর সদস্য কমরেড নিখিল দাস। মতবিনিময়ে অংশ নেন- সিপিবি হবিগঞ্জ জেলা কমিটির সভাপতি কমরেড হাবিবুর রহমান, বাসদ জেলা শাখার সদস্য নূরুল হুদা চৌধুরী শিবলী, বাসদ সিলেট জেলা শাখার আহবায়ক আবু জাফর, জাসদ হবিগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক আবু হেনা মোস্তফা কামাল, গণতান্ত্রিক আইনজীবী সমিতির কেন্দ্রীয় নেতা, হবিগঞ্জ জেলা বারের সাবেক সহ-সভাপতি এডভোকেট মুরলী ধর দাশ, গণতান্ত্রিক আইনজীবী সমিতির হবিগঞ্জ জেলা শাখার সভাপতি এডভোকেট রনধীর দাশ চৌধুরী, উদীচীর সাবেক সভাপতি ও সিপিবি সহ-সাধারণ সম্পাদক আজমান আহমেদ, বাসদ নেতা ফয়সল আহমেদ, মোশারফ হোসেন খান শান্ত, উজ্জ্বল রায়, শফিকুল ইসলাম, বানিয়াচং প্রেসকাবের সভাপতি ইমদাদুল হোসেন খান প্রমুখ।-প্রেস বিজ্ঞপ্তি

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2024 DailyBijoyerProtiddhoni
Design & Developed BY ThemesBazar.Com