মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুর উপজেলার প্রেমদাময়ী গার্লস স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ ও প্রীতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে স্কুল এন্ড কলেজের গভর্নিং বডির আহবায়ক জীবন ফকিরের সভাপতিত্বে এবং সিনিয়র শিক্ষক জাহিদ হোসেনের সঞ্চালনায় বিতরণ সভায় বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সিরাজুল ইসলাম, সাবেক সভাপতি ডাক্তার অতিরঞ্জন দাস, মনোজ কুমার পাল, প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও ম্যানেজিং কমিটির সদস্য আলাউদ্দিন আল রনি, প্রধান শিক্ষক মোঃ মুছা মিয়া, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক উদয় শংকর দত্ত প্রমুখ। কৃতি শিক্ষার্থীদের সম্মান স্বারক প্রদান করেন বিদ্যালয় প্রতিষ্ঠাতা বিনোদ বিহারী মোদক স্মৃতি টাস্ট।
Leave a Reply