মাধবপুর প্রতিনিধি ॥ সায়হাম গ্রুপের চেয়ারম্যান ও হবিগঞ্জের মাধবপুর উপজেলার ঐতিহ্যবাহী ইটাখোলা ফাজিল মাদ্রাসার গভর্নিং বডি’র সভাপতি সাবেক সংসদ সদস্য সৈয়দ মোঃ ফয়সলকে সংবর্ধনা দেওয়া হয়েছে। গতকাল রোববার দুপুরে মাদ্রাসা মাঠে সংবর্ধনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন নবনির্বাচিত মাদরাসা গভর্নিং বডি’র সভাপতি, আলহাজ্ব সৈয়দ মোঃ ফয়সল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মাধবপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব এস এফ এ এম শাহজাহান, ইউপি চেয়ারম্যান আতাউল মোস্তাফা সোহেল। এতে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ আমির হোসেন জাকারিয়া। সংবর্ধিত প্রধান অতিথি সৈয়দ মোঃ ফয়সল বলেন,এই মাদ্রাসায় আজকে এলাকার ছেলে মেয়েরা উচ্চ শিক্ষার সুযোগ পাচ্ছে। এই মাদ্রাসার প্রতিষ্ঠার অতীত ইতিহাস স্মরণ করে এই বর্ষিয়ান শিক্ষানুরাগী বলেন,মাদ্রাসা প্রথম আমাদের বসত বাড়ি একটি ছনের ঘরে প্রতিষ্ঠা করা হয়েছিল। পরে ছাত্রছাত্রী বাড়তে থাকায় বর্তমান জায়গায় আপন ঠিকানা হয়। মাদ্রাসার একাডেমিক ভবন ও সুযোগ সু্বধিার জন্য আমাদের পরিবার ও এলাকাবাসি সহযোগিতা করেছেন। তিনি বলেন,আমার জীবনের বাকি অংশ মানুষের কাজ করে যেতে চাই।আমরা এমন একটা সমাজ ব্যবস্থা চাই যেখানে কোন বিদ্বেষ হিংসা হানাহানি থাকবেনা। সমাজে কেউ কারো প্রতি জুলুম করলে জুলুম বাজদের রুখে দেওয়া হবে।
Leave a Reply