স্টাফ রিপোর্টার ॥ সেনাবাহিনীর অভিযানে শায়েস্তাগঞ্জ উপজেলার অলিপুর বাসস্ট্যান্ড এলাকা থেকে কামাল মিয়া (৩০) নামে এক চাঁদাবাজকে হাতেনাতে গ্রেফতার করা হয়েছে। কামাল মিয়া হবিগঞ্জ সদর উপজেলার উচাইল গ্রামের মৃত ফুল মিয়ার ছেলে। তার বিরুদ্ধে শায়েস্তাগঞ্জ থানাসহ বিভিন্ন থানায় ৭ থেকে ৮ টি মামলা রয়েছে।গতকাল শুক্রবার বিকেলে জেলার মাধবপুর সেনা ক্যাম্পের ল্যা. কর্পো. সাইদুল ইসলাম প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য প্রদান করেন। এর আগে লে. মোঃ শাহারিয়ার হাসান খানের নেতৃত্বে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সেনা সদস্যরা অভিযান পরিচালনা করে কামাল মিয়াকে অলিপুর থেকে গ্রেফতার করেন। তার কাছ থেকে অ্যান্ড্রয়েড ফোন উদ্ধার করা হয়। চাঁদাবাজদের বিরুদ্ধে সেনাবাহিনীর অভিযান অব্যাহত আছে।
Leave a Reply