বানিয়াচং প্রতিনিধি ॥ তোমার আমার বাংলাদেশে ভোট দিব মিলেমিশে এ স্লোগানকে সামনে রেখে বানিয়াচংয়ে জাতীয় ভোটার দিবস ২০২৫ পালিত হয়েছে। গতকাল রোববার সকাল ১১ টায় উপজেলা প্রশাসন ও উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে এ উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাচন অফিসার সৈয়দ কামাল হোসেন’র সঞ্চালনায় র্যালী ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা বেগম সাথী। এসময় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ বোরহান উদ্দিন, উপজেলা প্রেসক্লাব সভাপতি এসএম খোকন, বানিয়াচং প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মখলিছ মিয়া, উপ-প্রশাসনিক কর্মকর্তা হৃদয় সূত্রধর, অফিস সহকারী সন্তোষ দাস, ডাটাএন্টি অপারেটর মোঃ সুজন মিয়া প্রমুখ। প্রধান অতিথির বক্তব্যে ইউএনও মাহমুদা বেগম সাথী বলেন, চলমান ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমে সাংবাদিকসহ সকল শ্রেণী পেশার মানুষের সহযোগিতা থাকলে আমরা একটি নির্ভূল ভোটার তালিকা হাতে পাব। সকলের সহযোগিতা থাকলে যে কোন কঠিন কাজও সহজ হয়ে যায়। যে সকল কেন্দ্রে নতুন ভোটারদের ছবিসহ ফিঙ্গারপ্রিন্ট নেয়া হচ্ছে, সবাই নিজ নিজ দায়িত্বে যথাসময়ে উপস্থিত হয়ে একটি নির্ভূল ভোটার তালিকা তৈরীর কাজে সবাই সহযোগিতা করুন।
Leave a Reply