নিজস্ব প্রতিনিধি ॥ সারাদেশে অব্যাহত নারী ও শিশুর বিরুদ্ধে সহিংসতা, নিপীড়ন, ধর্ষণ ও অনলাইনে হেনস্তা এবং আইনশৃঙ্খলা বাহিনীর ব্যাপক অবনতি ও বিচার হীনতা সংস্কৃতির প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ করেছে জনাব আলী সরকারি কলেজ ছাত্রদল। গতকাল সোমবার বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সকালে জনাব আলী সরকারি কলেজের সামনের সড়কে ছাত্রদলের উদ্যোগে ঘণ্টাব্যাপী এই মানববন্ধন সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে ধর্ষণ ও নারী নিপীড়নের ঘটনায় সুষ্ঠু তদন্ত ও দ্রুততম সময়ের মধ্যে অভিযুক্তদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের দাবি জানানো হয়েছে। এ সময় ছাত্রদল নেতারা অন্তর্বর্তীকালীন সরকারকে উদ্দেশ্য করে বলেন, সারাদেশে অব্যাহত নারী ও শিশু ধর্ষণের ঘটনায় জড়িতদের দ্রুত সময়ের মধ্যে বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে হবে। তারা যে দলেরই হোক না কেন তাদের পরিচয় তারা ধর্ষক। সরকারের উচিত বিচার বিভাগকে সর্বোচ্চ স্বাধীনতা দিয়ে এসব অপরাধীর বিচার নিশ্চিত করা। যদি সরকারের পক্ষ থেকে কার্যকর কোনো ব্যবস্থা গ্রহণ করা না হয় তাহলে অতীতের ন্যায় ভবিষ্যতে আরো বড় কর্মসূচি পালন করবেন বলে হুঁশিয়ারি প্রদান করেন ছাত্রদলের নেতারা। এছাড়াও অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন বানিয়াচং উপজেলা ছাত্রদলের নেতা নিরব আহমদ জুমন, শেখ জিল্লুর, কলেজ ছাত্রদল নেতা শেখ রাশেদ, আল কাউছার, উবায়দুর অভিসহ জনাব আলী সরকারি কলেজ ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতারা।
Leave a Reply