বুধবার, ২১ মে ২০২৫, ০১:১০ পূর্বাহ্ন

হাতকড়াসহ পলায়নকারী আন্ত: জেলা ডাকাত স্প্রিং জালাল আটক

হাতকড়াসহ পলায়নকারী আন্ত: জেলা ডাকাত স্প্রিং জালাল আটক

মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুরের হত্যাসহ ১৬ টি মামলার অভিযুক্ত এবং আন্ত: জেলা ডাকাত দলের নেতা জালাল মিয়া ওরফে স্প্রিং জালাল (৩২) ফেনী জেলার সদর থানাধীন লালপুর এলাকা থেকে আটক করে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র‌্যাব-৯। শায়েস্তাগঞ্জ র‌্যাব-৯, সিপিসি -৩ এবং র‌্যাব -৭, সিপিসি -১ এর গোপন সংবাদের ভিত্তিতে যৌথ অভিযানে গত সোমবার (১০ মার্চ) রাত সাড়ে ৯টার দিকে ফেনী জেলার সদর থানাধীন লালপুর এলাকা থেকে একটি বিশেষ অভিযান পরিচালনা করে তাকে গ্্েরফতার করা হয়। হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ থানার ৫ ফেব্রুয়ারী তারিখে রুজুকৃত মামলা নং ৩, ধারা -৩৯৬ দ:বি: মূলে ক্লুলেস হত্যা মামলার তদন্তে প্রাপ্ত হত্যা সহ ১৬ টি মামলার আসামী এবং আন্ত: জেলা ডাকাত দলের নেতা জালাল মিয়া ওরফে স্প্রিং জালালকে গ্রেপ্তার করা হয়। সে হবিগঞ্জের মাধবপুর উপজেলার সুন্দরপুর গ্রামের ডুগা মিয়ার ছেলে। সুত্রমতে, গত ৭ জানুয়ারী ভোরে হবিগঞ্জ জেলা সদরের ২৫০ শয্যা হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় তন্দ্রাচ্ছন্নে থাকা পুলিশের নজর এড়িয়ে স্প্রিং জালাল পলায়ন করে। মিডিয়া অফিসার অতি:পুলিশ সুপার একেএম শহিদুল ইসলাম সোহাগ বিষয়টি নিশ্চিত করে জানান, হবিগঞ্জ মৌলভীবাজার, চট্টগ্রাম জেলার বিভিন্ন থানায় হত্যা সহ ১৬ টি মামলা রয়েছে। তিনি আরও বলেন, পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে আটক কৃত আসামীকে হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়া দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও ডাকাত চক্রের গ্রেপ্তারের লক্ষ্যে র‌্যাব ৯ এর চলমান তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2024 DailyBijoyerProtiddhoni
Design & Developed BY ThemesBazar.Com