রবিবার, ১৮ মে ২০২৫, ০৮:২১ অপরাহ্ন

বাহুবলে নগদ টাকাসহ ৯ জুয়াড়ি আটক

বাহুবলে নগদ টাকাসহ ৯ জুয়াড়ি আটক

নিজস্ব প্রতিনিধি: বাহুবলের মিরপুর বাজার এলাকায় অভিযান চালিয়ে ৯ জুয়াড়িকে আটক করেছে বাহুবল মডেল থানার পুলিশ। এসময় জুয়া খেলার সরঞ্জাম ও নগদ ৭ হাজার ২শ টাকা জব্দ করা হয়। গত বুধবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে এসআই মাসুদুল হাসান ও এসআই সৌরভের নেতৃত্বে একদল পুলিশ মিরপুর বাজার এলাকায় জুয়ার আসরে অভিযান চালিয়ে ওই ৯ জুয়াড়িকে আটক করেন।
আটককৃতরা হলো, উপজেলার তিতারকোনা গ্রামের আব্দুল মালেকের পুত্র তোফায়েল আহমেদ (২২), আব্দুল মতিনের পুত্র তোফাজ্জল হোসেন (২৭), সুন্দর আলীর পুত্র সাজিদ মিয়া (২৫), রফিক উল্ল্যার পুত্র সুজন মিয়া (৩৪), আরব আলীর পুত্র নজরুল ইসলাম (২০), আবুল হোসেনের পুত্র আব্দুল মান্নান (৩৫), আমান উল্ল্যার ছেলে মিজানুর রহমান (৩০) আব্দুল্লাহপুর গ্রামের আম্বর আলীর পুত্র বিল্লাল মিয়া (২৭) ও চন্দ্রছুড়ি গ্রামের কুদরত আলীর পুত্র হান্নান মিয়া (৩২)।
বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ জাহিদুল ইসলাম জানান, মিরপুর বাজার এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে জুয়ার আসরে অভিযান চালিয়ে ৯ জুয়াড়িকে আটক করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে জুয়া খেলার সরঞ্জাম ও নগদ টাকা জব্দ করা হয়। আসামিদেরকে বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2024 DailyBijoyerProtiddhoni
Design & Developed BY ThemesBazar.Com