নিজস্ব প্রতিনিধি ॥ বানিয়াচংয়ে বিশিষ্ট ব্যক্তিবর্গের সম্মানে বাংলাদেশ জামায়াতে ইসলামী বানিয়াচং উপজেলা শাখার ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার স্থানীয় আলীয়া মাদ্রসা ময়দানে উক্ত ইফতার মাহফিলে উপজেলা জামায়াতের আমির ডাক্তার খন্দকার তালেব উদ্দিনের সভাপতিত্বে ও সেক্রেটারি মোফাজ্জল হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন হবিগঞ্জ জেলা জামায়াতের সহসভাপতি তাসনিম আলম মাহদি। আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির (ভারপ্রাপ্ত) সভাপতি আলহাজ্ব মোস্তফা আল হাদি, খেলাফত মজলিশের আমির মাওলানা আব্দুল অলি, উপজেলা বিএনপির সাবেক সেক্রেটারি ওয়ারিশ উদ্দিন খান, আজমিরীগঞ্জ জামায়াতের আমির মাওলানা নাসির উদ্দিন চৌধুরী, বানিনয়াচং উপজেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা হাবিবুর রহমান, উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস এম খোকন, মডেল প্রেসক্লাবের সভাপতি জীবন আহমেদ লিটন, বানিয়াচং প্রেসক্লাবের সহসভাপতি শেখ নুরুল ইসলাম। আরও বক্তব্য রাখেন হবিগঞ্জ জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি, বানিয়াচং উপজেলা জামায়াতের সাবেক সেক্রেটারী হামিদুর রহমান খেলুসহ জামায়াতে ইসলামী ও এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। উপস্থিত ছিলেন বানিয়াচং থানার ওসি (তদন্ত) আব্দুর রহিম, সেকেন্ড অফিসার আমিনুল ইসলাম চৌধুরী, এস আই মোড়ল মিজানুর রহমান, এ এস আই খসরুজ্জামান, মডেল প্রেসক্লাবের দপ্তর সম্পাদক আতাউর রহমান বিপ্লব, সহ কয়েকশ বিশিষ্টজন ও সাধারণ রোজাদার। বক্তারা বলেন, বিগত ১৭ বছর ফ্যাসিস্ট আওয়ামীলীগ তাদের পোষা বাহিনীর কারণে জামায়াতে ইসলামী প্রকাশ্যে মিছিল মিটিং করতে পারেনি, আল্লাহ তাদের বিচার করেছেন, আজ ফ্যাসিস্টরা নির্বাসিত আর জামায়াতে ইসলামী স্বগৌরবে দেশের মাটিতে কোরআনের আলোকে রাষ্ট্র পরিচালনার লক্ষে সাধারণ মানুষকে নিয়ে কাজ করছে। একমাত্র জামায়াতে ইসলামী সরকার গঠন করলেই এদেশ্যে ন্যায় বিচার কায়েম হবে বলে প্রত্যাশা করেন জামায়াতে ইসলামীর নেতারা।
Leave a Reply